September 20, 2024, 7:21 am

নোটিশ:
সংবাদদাতা আবশ্যক
সংবাদ শিরোনাম:
উপজেলা ছাত্রদলের বিরুদ্ধে দুধকুমার নদীর তীর রক্ষা বাঁধের কাজে বাঁধা দেওয়ার অভিযোগ। নিউ হোপ এ্যানিমেল নিউট্রিশন কোম্পানীর পক্ষ হতে বন্যায় ক্ষতিগ্রস্ত খামারীদের জন্য গো- খাদ্য প্রেরণ। বগুড়ার শাজাহানপুরে জমি নিয়ে বিরোধে দুপক্ষের সংঘর্ষ, আহত ৫। ঘোড়াঘাটে জামায়াতে ইসলামীর কর্মী-সুধী সমাবেশ অনুষ্ঠিত। কাহালুর মাঝপাড়া জাগ্রত মানবসেবা সংস্থার উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচীর উদ্বোধন। তালোড়ার ডাঃ শফিউল করিমের প্রাণ নাশের চেষ্টা থানায় জিডি। কাহালুর এরুইল বাজার ইসলামী ব্যাংক এজিন্ট শাখার গ্রাহক সমাবেশ ও মতবিনিময় সভা। বগুড়ার কাহালুতে নকল সোনা মূর্তি সহ ২ জন গ্রেফতার। কাহালুর ইউএনও’র স্বেচ্ছাচারিতায় বিতর্কিত কর্মকান্ডের স্বচ্ছতা নিয়ে সচেতন মহলে নানা প্রশ্ন বগুড়ায় হক্বের দাওয়াত সিদ্দীক্বিয়া দরবার ও সুন্নতী জামে মসজিদের উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত।

ঐতিহাসিক ৭ ই মার্চ উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন বিরামপুর পৌর মেয়র অধ্যক্ষ আককাস আলী।

দিনাজপুর বিরামপুর প্রতিনিধি : জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ই মার্চ দিবস উপলক্ষে দিনাজপুরের বিরামপুর পৌরসভার উদ্যোগে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ শেষে বৃহস্পতিবার সকালে পৌরসভার কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ঐতিহাসিক ৭ ই মার্চ এর প্রথম প্রহরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন বিরামপুর পৌরসভার নগর পিতা সুযোগ্য পৌর মেয়র অধ্যক্ষ আককাস আলী সহ উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

আলোচনা সভায় পৌর মেয়র অধ্যক্ষ আককাস আলী তার বক্তব্যে বলেন ১৯৭১ সালে পাকিস্তানি সামরিক জান্তার স্বৈরাচারী ও দমনমূলক শাসন থেকে মুক্তির সংগ্রামে পুরো বাঙালি জাতিকে ঝাঁপিয়ে পড়তে যাদুমন্ত্রের মতো কাজ করেছিল বঙ্গবন্ধুর ৭ ই মার্চ এর ভাষণ। (০৭ মার্চ ২৪) উপলক্ষে বাঙালি জাতির মহান ও অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন সারা দেশের মানুষ।

পৌর মেয়র ৭ মার্চকে ‘জাতীয় ঐতিহাসিক ভাষণ দিবস’ করার দাবি জানিয়ে বলেন, ৭ মার্চের ভাষণ আমাদের শক্তি ও প্রেরণার উৎস। এই ভাষণ বাংলাদেশের স্বাধীনতার ভিত্তি। এই ভাষণে মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা অর্জনের সঠিক দিক নির্দেশনা ছিল। এই ভাষণকে পাঠ্যপুস্তকে অন্তর্ভূক্ত ও ৭ মার্চকে ‘জাতীয় ঐতিহাসিক ভাষণ দিবস’ হিসেবে ঘোষণা করে রাষ্ট্রীয় মর্যাদায় পালন করার জন্যে তিনি দাবি জানান। তিনি আরো বলেন, বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ নিয়ে আরো গবেষণা করা প্রয়োজন।

আলোচনা সভায় বিরামপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহ সভাপতি সিবেশ কুমার কুন্ডু তার বক্তব্যে বলেন, আমরা জাতীয় নেতা তোফায়েল আহমেদের মাধ্যমে ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ এর তাৎপর্য জানতে পেরেছি, বঙ্গবন্ধু জানতেন ৭ মার্চের ভাষণের কারণে তাকে জেলে যেতে হবে, তারপরও তার নেতৃত্বে দেশকে তিনি স্বাধীন করেছেন।

এছাড়াও আরো বক্তব্য রাখেন, বিরামপুর পৌরসভার প্যানেল মেয়র আব্দুল আজাদ মন্ডল বকুল, বিরামপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক মাস্টার, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মুশফিকুর রহমান, বিরামপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মেজবাউল ইসলাম মন্ডল, ইউনিয়ন চেয়ারম্যান গন,কৃষক লীগের মতিউর রহমান, উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুর রাজ্জাক, উপজেলা ছাত্রলীগের যুগ্ন সাধারন সম্পাদক মুরাদ হোসেন প্রমুখ।

আব্দুর রউফ সোহেল

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © DailyAloPratidin.com