September 21, 2024, 7:54 am

নোটিশ:
সংবাদদাতা আবশ্যক
সংবাদ শিরোনাম:
রাজশাহীর চারঘাট থানা পুলিশ কর্তৃক ৮১০ বোতল ফেন্সিডিল উদ্ধার। আন্তর্জাতিক সর্প দংশন সচেতনতা দিবস’ উপলক্ষে সেমিনার ও আলোচনা সভা অনুষ্ঠিত কাহালুতে ৩শ’ পিস টেপেন্টাডল ট্যাবলেট সহ স্বামী স্ত্রীকে গ্রেফতার। আল্লাহর এই জমিনে অচিরেই ইসলাম কায়েম হবে ইনশাআল্লাহ –অধ্যক্ষ মাওঃ তায়েব আলী সোনাতলায় বালুয়া ইউনিয়ন বিএনপির দলীয় কার্যালয় উদ্বোধন। উপজেলা ছাত্রদলের বিরুদ্ধে দুধকুমার নদীর তীর রক্ষা বাঁধের কাজে বাঁধা দেওয়ার অভিযোগ। নিউ হোপ এ্যানিমেল নিউট্রিশন কোম্পানীর পক্ষ হতে বন্যায় ক্ষতিগ্রস্ত খামারীদের জন্য গো- খাদ্য প্রেরণ। বগুড়ার শাজাহানপুরে জমি নিয়ে বিরোধে দুপক্ষের সংঘর্ষ, আহত ৫। ঘোড়াঘাটে জামায়াতে ইসলামীর কর্মী-সুধী সমাবেশ অনুষ্ঠিত। কাহালুর মাঝপাড়া জাগ্রত মানবসেবা সংস্থার উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচীর উদ্বোধন।

কক্সবাজারে র‌্যাবের পৃথক অভিযানে সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত দুইজন আসামী গ্রেপ্তার।

দৈনিক আলো প্রতিদিন ডেস্ক: কক্সবাজারের সদর থানাধীন পৌরসভার বাস টার্মিনাল এলাকা এবং টেকনাফ থানাধীন টেকনাফ উপজেলা এলাকায় পৃথক দুইটি অভিযান পরিচালনা করে সাজাপ্রাপ্ত‌ ও ওয়ারেন্টভুক্ত দুইজন আসামীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৫।

র‌্যাব জানায়, কক্সবাজার সদর থানার মামলা নং-০৭, তারিখ ২৭/০৭/২৩, ধারা-৩৬(১) এর ১০(গ) মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ মোতাবেক ০৫ বছরের সশ্রম কারাদন্ডপ্রাপ্ত এবং ১,০০০/- (এক হাজার) টাকা অর্থদন্ডপ্রাপ্ত দীর্ঘদিনের গ্রেফতারী ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী মোঃ নজরুল ইসলাম’কে গ্রেফতারের লক্ষ্যে র‌্যাব-১৫, কক্সবাজার এর গোয়েন্দা তৎপরতা চলমান থাকে।

এরই ধারাবাহিকতায় র‌্যাব-১৫, সিপিএসসি ক্যাম্পের আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, বর্ণিত ওয়ারেন্টভুক্ত আসামী কক্সবাজারের সদর থানাধীন পৌরসভার বাস টার্মিনাল এলাকায় আত্মগোপনে অবস্থান করছে। উক্ত সংবাদের প্রেক্ষিতে অদ্য ০৬ মার্চ ২০২৪ তারিখ অনুমান ০০.৩০ ঘটিকার সময় র‌্যাব-১৫, সিপিএসসি ক্যাম্পের চৌকস আভিযানিক দল বর্ণিত এলাকায় অভিযান পরিচালনা করে ওয়ারেন্টভুক্ত আসামী মোঃ নজরুল ইসলাম (৪০), পিতা-মোঃ সিকান্দার হাওলাদার, সাং-ইলিয়াছের কলোনী, উত্তর নুনিয়ারছড়া, থানা-কক্সবাজার সদর, জেলা-কক্সবাজার’কে গ্রেফতার করতে সক্ষম হয়।

এছাড়া র‌্যাব-১৫, সিপিসি-১ টেকনাফ ক্যাম্প কর্তৃক আরেকটি পৃথক অভিযানে চট্টগ্রাম কর্ণফুলী থানার মামলা নং-৬(৭)১৭, জিআর নং-২২২/১৭, পি নং-১৩০/২০, ধারা-মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ১৯(১) এর ৯(খ) মোতাবেক ওয়ারেন্টভুক্ত আসামী মোঃ জামাল হোসেন (২৫), পিতা-আব্দুল হাকিম, মাতা-লায়লা বেগম, সাং-নতুন পল্লানপাড়া, ০৪নং ওয়ার্ড, টেকনাফ পৌরসভা, থানা-টেকনাফ, জেলা-কক্সবাজার’কে গ্রেফতার করতে সক্ষম হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত ওয়ারেন্টভুক্ত আসামীরা নিজেদেরকে সংশ্লিষ্ট মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী বলে স্বীকার করে এবং আইন-শৃঙ্খলা বাহিনীর গ্রেফতার এড়াতে বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিল।

গ্রেফতারকৃত আসামীদ্বয় সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © DailyAloPratidin.com