September 16, 2024, 8:26 pm

নোটিশ:
সংবাদদাতা আবশ্যক
সংবাদ শিরোনাম:
বগুড়ায় হক্বের দাওয়াত সিদ্দীক্বিয়া দরবার ও সুন্নতী জামে মসজিদের উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত। নওগাঁয় র‍্যাবের অভিযানে বিপুল পরিমাণ অবৈধ বিস্ফোরক আটক। স্ত্রীর দাবী নিয়ে শিবগঞ্জের নলডুবি প্রবাস ফেরৎ যুবকের বাড়ীতে মহিলার অবস্থান। কাহালুতে বিএনপি’র উদ্যোগে প্রতিষ্ঠান প্রধান ব্যবসায়ী ও হিন্দু সম্প্রদায়ে নেতৃবৃন্দর মতবিনিময়। শেখ হাসিনাকে দেশে এনে বিচারের মূখোমূখী করতে হবে মাওঃ আব্দুল হক আজাদ। ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রধান সহকারীর বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ। পোশাক কারখানায় অস্থিতিশীলতা সৃষ্টির উসকানিদাতা ছাত্রলীগ নেতা গ্রেফতার। ঘোড়াঘাটে আদিবাসী শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও বাইসাইকেল বিতরণ। কন্যা সন্তানের মা হলেন দীপিকা পাডুকোন। বগুড়ার কাহালু উপজেলা প্রধান শিক্ষক ও ব্যবসায়ীকসহ হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বিরাটের জায়গায় কেন রোহিতকেই ভারতের অধিনায়ক করেছিলেন? ব্যাখ্যা করলেন সৌরভ

দৈনিক আলো প্রতিদিন ডেস্ক: দু’বছর আগে নেতৃত্ব থেকে সরে গিয়েছিলেন বিরাট কোহলি। তাঁর জায়গায় রোহিত শর্মাকে প্রথমে এক দিনের ক্রিকেট এবং পরে তিনটি ফরম্যাটেই অধিনায়ক করা হয়। পুরোটাই হয় সৌরভ গঙ্গোপাধ্যায় বোর্ড সভাপতি থাকার সময়। কেন কোহলির জায়গায় রোহিতকে অধিনায়ক করেছিলেন, সেই ব্যাখ্যা দিলেন সৌরভ। জানালেন, আইপিএলের সাফল্যের কারণেই রোহিতকে জাতীয় দলের নেতা বানানো হয়েছিল।

এক সাক্ষাৎকারে সৌরভ বলেছেন, “বিশ্বকাপে কী ভাবে রোহিত দেশকে নেতৃত্ব দিয়েছিল সেটা এক বার দেখুন। ভারতকে ফাইনালে তুলল। ফাইনালে ওঠার আগে পর্যন্ত ভারতই সেরা দল ছিল। তাই যোগ্য ভাবেই রোহিতকে অধিনায়ক করা হয়েছিল। কতগুলো আইপিএল জিতেছে। রোহিত যে ভাবে দেশকে নেতৃত্ব দিয়েছে তাতে আমি অবাক নই। আমি বোর্ড সভাপতি থাকাকালীন ও অধিনায়ক হয়েছিল। ওর মধ্যে সেই প্রতিভা দেখেছিলাম বলেই অধিনায়ক করেছিলাম। তাই নেতা হিসাবে রোহিত যা করছে তাতে আমি একটুও অবাক নই।”

সম্প্রতি ইংল্যান্ডের বিরুদ্ধে ভারত টেস্ট সিরিজ় জিতেছে রোহিতেরই নেতৃত্বে। তার আগে উঠেছে বিশ্বকাপের ফাইনালে। কিন্তু আইসিসি ট্রফি এখনও আসেনি। তবে টি-টোয়েন্টি বিশ্বকাপে রোহিতের নেতৃত্বেই যে ভারতীয় দল নামবে সেটা স্পষ্ট করে দিয়েছেন বোর্ড সভাপতি জয় শাহ। যদিও আইপিএলে রোহিত আর অধিনায়ক নন। তাঁর জায়গায় মুম্বই নেতৃত্বের ভার দিয়েছে হার্দিক পাণ্ড্যকে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © DailyAloPratidin.com