September 20, 2024, 7:25 am

নোটিশ:
সংবাদদাতা আবশ্যক
সংবাদ শিরোনাম:
উপজেলা ছাত্রদলের বিরুদ্ধে দুধকুমার নদীর তীর রক্ষা বাঁধের কাজে বাঁধা দেওয়ার অভিযোগ। নিউ হোপ এ্যানিমেল নিউট্রিশন কোম্পানীর পক্ষ হতে বন্যায় ক্ষতিগ্রস্ত খামারীদের জন্য গো- খাদ্য প্রেরণ। বগুড়ার শাজাহানপুরে জমি নিয়ে বিরোধে দুপক্ষের সংঘর্ষ, আহত ৫। ঘোড়াঘাটে জামায়াতে ইসলামীর কর্মী-সুধী সমাবেশ অনুষ্ঠিত। কাহালুর মাঝপাড়া জাগ্রত মানবসেবা সংস্থার উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচীর উদ্বোধন। তালোড়ার ডাঃ শফিউল করিমের প্রাণ নাশের চেষ্টা থানায় জিডি। কাহালুর এরুইল বাজার ইসলামী ব্যাংক এজিন্ট শাখার গ্রাহক সমাবেশ ও মতবিনিময় সভা। বগুড়ার কাহালুতে নকল সোনা মূর্তি সহ ২ জন গ্রেফতার। কাহালুর ইউএনও’র স্বেচ্ছাচারিতায় বিতর্কিত কর্মকান্ডের স্বচ্ছতা নিয়ে সচেতন মহলে নানা প্রশ্ন বগুড়ায় হক্বের দাওয়াত সিদ্দীক্বিয়া দরবার ও সুন্নতী জামে মসজিদের উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত।

ঘোড়াঘাটে টিআর প্রকল্পে মসজিদের টাকা আত্মসাতের অভিযোগ।

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাট পৌরসভাধীন নয়াপাড়া জামে মসজিদের টিআর প্রকল্পের টাকা আত্মসতের অভিযোগ উঠেছে। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট মসজিদ কমিটির ১০ জন স্বাক্ষরিত একটি অভিযোগ দাখিল করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা গেছে, ২০২৩-২৪ অর্থবছরে ঘোড়াঘাট পৌরসভাধীন নয়াপাড়া জামে মসজিদের নামে টিআর প্রকল্পের জন্য কয়েক লাখ টাকা বরাদ্দ আসে। ঘোড়াঘাট পৌর কাউন্সিলর ও নয়াপাড়া জামে মসজিদের সাধারন সম্পাদক আব্দুস সোবাহান মসজিদ কমিটির রেজুলেশন ছাড়াই উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার সাথে যোগসাজশ করে বরাদ্দকৃত টাকা গোপনে টাকা উত্তোলন করে আত্মসাৎ করেছেন। এছাড়াও পৌরসভা থেকে বরাদ্দকৃত টাকার মধ্য থেকে মসজিদে ১ লাখ টাকা দিয়ে আর কোনো হিসাব নিকাশ দেওয়া হয়নি। অভিযোগে উল্লেখ করা হয়েছে উত্তোলনকৃত টাকার মধ্যে ৩ লাখ ৫৪ হাজার টাকা আত্মসাৎ করা হয়েছে।

এ বিষয়ে উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসে খোঁজ নিয়ে জানা গেছে, ঘোড়াঘাট পৌরসভাধীন ইদগাহ মাঠে মিনার নির্মাণে একটি প্রকল্প বাবদ টিআর থেকে টাকা দেওয়া হয়েছে। এছাড়া অফিস থেকে আর কোনো তথ্য সরবরাহ করতে অস্বীকৃতি জানানো হয়। অপরদিকে প্রকল্পের বিষয়ে পৌর মেয়র আব্দুস সাত্তার মিলনের সাথে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন এবং জানান টিআর প্রকল্প থেকে টাকা এসেছে তবে কাগজপত্র যাচাই বাছাই না করে কিছু বলা যাবে না।

মসজিদ কমিটির সভাপতি রফিকুল আলম জানান, উপজেলা থেকে বরাদ্দকৃত ৩ লাখ ৫৪ হাজার ও পৌরসভা থেকে বরাদ্ধ ১ লাখ ৫০ হাজার টাকার মধ্যে ১ লাখ টাকা মসজিদে দেওয়া হয়েছে। বাকি টাকার কোনো হিসাব দেওয়া হয়নি। এ নিয়ে মসজিদ কমিটির ১০ জন স্বাক্ষরিত একটি অভিযোগ পত্র দিনাজপুর-৬ আসনে সংসদ সদস্য ও উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর জমা দেওয়া হয়েছে। কিন্তু অভিযোগের বিষয়ে কোনো ব্যবস্থা গ্রহন করা হয়নি।

অভিযোগের বিষয়ে কথা হলে মসজিদ কমিটির সাধারন সম্পাদক ও ঘোড়াঘাট পৌর কাউন্সিলর আব্দুস সোবাহান জানান, উত্তোলনকৃত টাকা ইদগাহ মাঠ ও কবরস্থানের জন্য ব্যয় করা হয়েছে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলামের সাথে কথা হলে তিনি অভিযোগ পাওয়ার সত্যতা স্বীকার করে জানান, অভিযোগের ব্যাপারে মাঠ পর্যায়ে উপস্থিত হয়ে তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।

(মোহাম্মদ সুলতান কবির)

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © DailyAloPratidin.com