September 8, 2024, 3:02 am

নোটিশ:
সংবাদদাতা আবশ্যক
সংবাদ শিরোনাম:
বগুড়ায় এশিয়া সুইটস’র পরিচালক টুটুলের বাড়ি থেকে বন্দুক ও গুলি উদ্ধার বগুড়ায় এশিয়া সুইটসের পরিচালকের বাড়িতে অভিযানে মিলল বন্দুক ও ৬৬৩ রাউন্ড কার্তুজ। বাংলাদেশ স্কাউটস বগুড়া জেলা রোভারের আয়োজনে রোভার স্কাউট লিডার ওয়ার্কশপ এবং জনসংযোগ ও মার্কেটিং বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত। কাহালুতে মারপিটের ঘটনায় গুরুত্বর আহত মন্টুর মৃত্যু। সভাপতি গোলাম রব্বানী ও সেক্রেটারী মোস্তাফিজার, কাহালুর লহরা পাড়া গ্রাম উন্নয়ন নতুন কমিটি গঠন। ঘোড়াঘাটে ট্রাকে ট্রাকে ধাক্কা নি/হত ১। জাতীয় সঙ্গীত নিয়ে ষড়যন্ত্রের প্রতিবাদে উদীচী বগুড়ার “সমস্বরে জাতীয় সঙ্গীত” কর্মসূচি অনুষ্ঠিত। বগুড়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের “শহীদি মার্চ” কর্মসূচি অনুষ্ঠিত। বগুড়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের “শহীদি মার্চ” কর্মসূচি অনুষ্ঠিত। কাহালুতে নজরুল ইসলামের পাল্টা সংবাদ সম্মেলন।

বেপোরোয়া গাড়ি চালিয়ে হত্যার অপরাধে যুক্তরাষ্ট্রে দুই বাংলাদেশি গ্রেপ্তার।

দৈনিক আলো প্রতিদিন ডেস্ক: গত ২৫ ফেব্রুয়ারি ২০২৪ তারিখে বেপরোয়া গাড়ি চালিয়ে দুই চালকের প্রতিযোগিতা কারণে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি জাহাঙ্গীর আলী সাজুর (২৫) মৃত্যু ঘটেছে সন্দেহে তাদের গ্রেপ্তার করা হয়। এ দুর্ঘটনায় নিহত সাজুর মেয়ে মোমো গুরুতর আহতাবস্থায় বর্তমানে হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। দুর্ঘটনায় আহত সাজুর ছেলে তামিম প্রাথমিক চিকিৎসা শেষে বাইরে রয়েছেন।

মিশিগানের ওয়ারেন পুলিশ জানিয়েছেন, দুই বাংলাদেশি তরুণ রাস্তায় ড্রাইভিং প্রতিযোগিতা করছিলেন। সে সময় দুর্ঘটনা হলে সাজুর মর্মান্তিক মৃত্যু হয়। রাস্তায় ড্রাইভিং প্রতিযোগিতার অভিযোগ এনে ওয়ারেন পুলিশ তাদেরকে গ্রেপ্তার করেন।

গ্রেপ্তারকৃতরা হলেন-তায়াসুকা আমান (২০) এবং গোলাম রহমান (২২)। তাদের বিরুদ্ধে বেপরোয়া গাড়ি চালানোর অভিযোগ তোলা হয়েছে। সেই সাথে দুর্ঘটনায় মৃত্যুর জন্য তাদের ১৫ বছরের শাস্তিযোগ্য অপরাধ এবং আহতের ঘটনার জন্য ৫ বছরের শাস্তিযোগ্য অপরাধের অভিযোগ গঠন করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, অতীতে তাদের বিরুদ্ধে নানা অপরাধের রেকর্ড রয়েছে। বিজ্ঞ আদালত তাদেরকে ৫০ হাজার ডলারে জামিন মঞ্জুর করেন এবং তাদের পাসপোর্ট জমা দেয়ার নির্দেশ দিয়েছেন। তবে এখন পর্যন্ত তাদের কোন আইনজীবী কোর্টে আসেননি।

আগামী ১৪ মার্চ মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © DailyAloPratidin.com