September 19, 2024, 10:14 pm

নোটিশ:
সংবাদদাতা আবশ্যক
সংবাদ শিরোনাম:
উপজেলা ছাত্রদলের বিরুদ্ধে দুধকুমার নদীর তীর রক্ষা বাঁধের কাজে বাঁধা দেওয়ার অভিযোগ। নিউ হোপ এ্যানিমেল নিউট্রিশন কোম্পানীর পক্ষ হতে বন্যায় ক্ষতিগ্রস্ত খামারীদের জন্য গো- খাদ্য প্রেরণ। বগুড়ার শাজাহানপুরে জমি নিয়ে বিরোধে দুপক্ষের সংঘর্ষ, আহত ৫। ঘোড়াঘাটে জামায়াতে ইসলামীর কর্মী-সুধী সমাবেশ অনুষ্ঠিত। কাহালুর মাঝপাড়া জাগ্রত মানবসেবা সংস্থার উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচীর উদ্বোধন। তালোড়ার ডাঃ শফিউল করিমের প্রাণ নাশের চেষ্টা থানায় জিডি। কাহালুর এরুইল বাজার ইসলামী ব্যাংক এজিন্ট শাখার গ্রাহক সমাবেশ ও মতবিনিময় সভা। বগুড়ার কাহালুতে নকল সোনা মূর্তি সহ ২ জন গ্রেফতার। কাহালুর ইউএনও’র স্বেচ্ছাচারিতায় বিতর্কিত কর্মকান্ডের স্বচ্ছতা নিয়ে সচেতন মহলে নানা প্রশ্ন বগুড়ায় হক্বের দাওয়াত সিদ্দীক্বিয়া দরবার ও সুন্নতী জামে মসজিদের উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত।

কুমিল্লায় শিক্ষককে শিক্ষার্থীদের সামনে কুপিয়ে হত্যা।

দৈনিক আলো প্রতিদিন ডেস্ক: বুধবার (৬ মার্চ) সন্ধ্যা ৬টার দিকে কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার গলিয়ারা দক্ষিণ ইউনিয়নের নলকুড়ি এলাকার নিজ বাড়ির পাশের কোচিং সেন্টারে লিটন মজুমদার (৪৫) নামের মাদরাসা শিক্ষককে তারই শিক্ষার্থীদের সামনে কুপিয়ে হত্যা করেছেন শাফায়াত আলী নামের এক ব্যক্তি। এসময় ওই শিক্ষককে বাঁচাতে গিয়ে গুরুতর আহত হয়েছেন মা আকলিমা। তাকে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত লিটন মজুমদার একই এলাকার তোফাজ্জল হোসেনের ছেলে। তিনি নলকুড়ি ফোরকানিয়া মাদরাসার বাংলা ও ইংরেজি শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।

স্থানীয় বাসিন্দারা জানান, আজ বুধবার সন্ধ্যায় লিটন ছেলে-মেয়েদের নিজের কোচিং সেন্টারে পড়াচ্ছিলেন। এসময় একই এলাকার বিদেশ ফেরত মৃত শাহ আলম মজুমদারের ছেলে শাফায়াত আলী কোচিং সেন্টারের ভেতরে ঢুকে শিক্ষক লিটনকে পেছন থেকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপাতে শুরু করেন। এতে ঘটনাস্থলেই ওই শিক্ষক মারা যান। কী কারণে এই হত্যাকাণ্ড তা কেউ নিশ্চিত নয়।

নিহতের মা আকলিমা বলেন, আমি আমার সন্তানের হত্যাকারীর ফাঁসি চাই।

গলিয়ারা দক্ষিণ ইউনিয়নের চেয়ারম্যান জামাল প্রধান বলেন, লিটন শিক্ষক হিসেবে যথেষ্ট ভালো ছিল। আজ সকালেও তার সঙ্গে আমার কথা হয়। লিটনকে যিনি হত্যা করেছেন তিনি একজন মাদকাসক্ত। তাকে এলাকাবাসী ধরার চেষ্টা করেছিল। কিন্তু, তিনি দা দিয়ে কোপ দিতে চাইলে তাকে আর ধরা যায়নি।

কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন ভূঁইয়া বলেন, নিহতের মাথায় ও গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিকে আটক করা হয়েছে। লাশ কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে আছে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © DailyAloPratidin.com