September 19, 2024, 5:11 pm

নোটিশ:
সংবাদদাতা আবশ্যক
সংবাদ শিরোনাম:
উপজেলা ছাত্রদলের বিরুদ্ধে দুধকুমার নদীর তীর রক্ষা বাঁধের কাজে বাঁধা দেওয়ার অভিযোগ। নিউ হোপ এ্যানিমেল নিউট্রিশন কোম্পানীর পক্ষ হতে বন্যায় ক্ষতিগ্রস্ত খামারীদের জন্য গো- খাদ্য প্রেরণ। বগুড়ার শাজাহানপুরে জমি নিয়ে বিরোধে দুপক্ষের সংঘর্ষ, আহত ৫। ঘোড়াঘাটে জামায়াতে ইসলামীর কর্মী-সুধী সমাবেশ অনুষ্ঠিত। কাহালুর মাঝপাড়া জাগ্রত মানবসেবা সংস্থার উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচীর উদ্বোধন। তালোড়ার ডাঃ শফিউল করিমের প্রাণ নাশের চেষ্টা থানায় জিডি। কাহালুর এরুইল বাজার ইসলামী ব্যাংক এজিন্ট শাখার গ্রাহক সমাবেশ ও মতবিনিময় সভা। বগুড়ার কাহালুতে নকল সোনা মূর্তি সহ ২ জন গ্রেফতার। কাহালুর ইউএনও’র স্বেচ্ছাচারিতায় বিতর্কিত কর্মকান্ডের স্বচ্ছতা নিয়ে সচেতন মহলে নানা প্রশ্ন বগুড়ায় হক্বের দাওয়াত সিদ্দীক্বিয়া দরবার ও সুন্নতী জামে মসজিদের উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে হারিয়ে যাওয়া পরিক্ষার্থীকে উদ্ধার করল পুলিশ।

দৈনিক আলো প্রতিদিন ডেস্ক: বুধবার (৬ মার্চ) সকাল ৯টার দিকে রাবির শেখ রাসেল মডেল স্কুল কেন্দ্রে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা দিতে মাগুরা থেকে মায়ের সঙ্গে আসেন মহুয়া নামের ওই শিক্ষার্থী।

আরএমপির মুখপাত্র অতিরিক্ত উপ-কমিশনার জামিরুল ইসলাম বলেন, বুধবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষার দ্বিতীয় দিন ছিল। মহুয়া তার মোবাইল ফোনটি তার মায়ের কাছে রেখে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করেন। মহুয়ার মা মেয়ের জন্য পরীক্ষার কেন্দ্রের বাইরে অপেক্ষা করতে থাকেন। সকাল ১০টায় পরীক্ষা শেষ হলে হাজারো শিক্ষার্থীর মধ্যে মহুয়াকে খুঁজতে থাকেন তিনি। সময় গড়িয়ে গেলেও মেয়েকে খুঁজে না পেয়ে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আরএমপি’র কন্ট্রোল রুমে গিয়ে মেয়েকে খুঁজে দেওয়ার আহ্বান জানান।

তিনি আরও বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আরএমপি’র কন্ট্রোল রুমে থেকে বেতার যন্ত্রের মাধ্যমে মহুয়াকে খুঁজে বের করার জন্য সব স্টেশনকে জানানো হয়। ডিউটির ফাকে মহুয়াকে খুঁজতে থাকেন পুলিশ সদস্যরা। অনেক খোঁজাখুঁজির পর মহুয়াকে উদ্ধার করে মায়ের কাছে নিয়ে আসে পুলিশ সদস্যরা।

মেয়েকে ফিরে পেয়ে মহুয়ার মা বলেন, ‘আমি অত্যন্ত আনন্দিত। এত মানুষের মধ্যে দ্রুত সময়ে মেয়েকে পুলিশ খুঁজে দেবে ভাবতে পারিনি। পুলিশ আমার মেয়েকে খুঁজে বের করে দিয়েছে। আমি পুলিশের কাছে কৃতজ্ঞ।’

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © DailyAloPratidin.com