October 23, 2024, 5:24 am

নোটিশ:
সংবাদদাতা আবশ্যক
সংবাদ শিরোনাম:
গাইবান্ধায় মাদক মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড চট্টগ্রামে মৃত্যুদন্ড প্রাপ্ত পলাতক আসামি কে দীর্ঘ ২১ বছর পর গ্রেফতার। গাইবান্ধায় তিন দিনব্যাপী কৃষি মেলা সিরাজগঞ্জে মেলায় অশ্লীল নৃত্য ও গান পরিবেশন, আটক ২০০ চট্টগ্রামে বালক শিশু ধ*র্ষ*ণের ঘটনায় প্রধান আসামি গ্রেফতার। বিরামপুরে জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে শিক্ষকদের সাথে অরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত জয়পুরহাটের জেলা জজ আদালতে ৪২ জনের মধ্যে ৩২ জনই সাবেক আইনমন্ত্রীর এলাকার! বগুড়া সোনাতলার হ*ত্যা মামলার আসামি চট্টগ্রাম হতে গ্রেফতার। চট্টগ্রামের চকবাজার হতে ০১টি বিদেশি পিস্তল ও ১৬ রাউন্ড গুলিসহ এক জন গ্রেফতার। বগুড়ার শাজাহানপুরে মাদ্রাসায় ভর্তি কে কেন্দ্র করে মারপিট। আটক এক।

বিয়ের অনুষ্ঠানে দেশীয় মদ পানে মামা ভাগ্নে নিহত।

দৈনিক আলো প্রতিদিন ডেস্ক: গতকাল শনিবার (০২ মার্চ) মানিকগঞ্জে একটি বিয়ের অনুষ্ঠানে দেশি মদপানে অসুস্থ হয়ে দুই যুবকের মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে। তারা সম্পর্কে মামা-ভাগ্নে। রাতে হাসপাতালে নেওয়ার পথে তাদের মৃত্যু হয়। এ ঘটনায় আরও চারজন অসুস্থ হয়ে নবাবগঞ্জের বান্দুরা হেলাল জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

মৃত দীপু সরকার (২৯) গাজীপুর জেলার ভাওয়াল কলেজ এলাকার সতীশ সরকারের ছেলে ওপ্রসেনজিৎ সরকার (২১) হরিরামপুর উপজেলার বয়ড়া ইউনিয়নের দাসকান্দি বয়ড়া গ্রামের মৃত প্রকাশ সরকারের ছেলে।

মৃত দীপু সরকারের মামাতো ভাই সঞ্জয় বৈরাগী জানান, তার বোনের বিয়ে উপলক্ষে তাদের বাড়িতে গায়ে হলুদে আয়োজন ছিল। গত শুক্রবার মধ্যরাতে সেই আয়োজনে দেশি মদপান করেন দীপু ও প্রসেজিৎসহ বেশ কয়েকজন যুবক। পরদিন সকালে দীপু ও প্রসেজিৎ অসুস্থ হয়ে পড়েন। এরপর বাড়িতে বিশ্রামের পর বিকেলে তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ওইদিন সন্ধ্যায় প্রসেনজিৎকে কর্নেল মালেক মেডিকেলে কলেজ হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়। অপরদিকে, দীপুকে অসুস্থ অবস্থায় হাটিপাড়া থেকে মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানকার চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, দীপু সরকারের মরদেহ বলড়া শ্বশানে দাহ করা হয়েছে। আর প্রসেনজিতের মরদেহ মানিকগঞ্জ সদর হাসপাতালে মর্গে রাখা হয়েছে।

মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিল হোসেন জানান, নিহত প্রসেনজিতের মরদেহের সুরতহাল করা হয়েছে। এ বিষয়ে হরিরামাপুর থানা পুলিশকে আইনগত ব্যবস্থা নিতে বলা হয়েছে।

হরিরামপুর থানার ওসি তদন্ত মুজিবুর রহমান জানান, এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © DailyAloPratidin.com