September 21, 2024, 7:57 pm

নোটিশ:
সংবাদদাতা আবশ্যক
সংবাদ শিরোনাম:
শিক্ষা দিবসে ছাত্র ইউনিয়ন বগুড়া জেলার ছাত্র সমাবেশ অনুষ্ঠিত। ঢাকার কেরানীগঞ্জ এলাকা থেকে তিন লাখ জাল টাকা এবং জাল টাকা তৈরির বিপুল পরিমাণ সরঞ্জামাদিসহ দুই জনকে গ্রেফতার করেছে র‌্যাব-১০। রাজশাহীর চারঘাট থানা পুলিশ কর্তৃক ৮১০ বোতল ফেন্সিডিল উদ্ধার। আন্তর্জাতিক সর্প দংশন সচেতনতা দিবস’ উপলক্ষে সেমিনার ও আলোচনা সভা অনুষ্ঠিত কাহালুতে ৩শ’ পিস টেপেন্টাডল ট্যাবলেট সহ স্বামী স্ত্রীকে গ্রেফতার। আল্লাহর এই জমিনে অচিরেই ইসলাম কায়েম হবে ইনশাআল্লাহ –অধ্যক্ষ মাওঃ তায়েব আলী সোনাতলায় বালুয়া ইউনিয়ন বিএনপির দলীয় কার্যালয় উদ্বোধন। উপজেলা ছাত্রদলের বিরুদ্ধে দুধকুমার নদীর তীর রক্ষা বাঁধের কাজে বাঁধা দেওয়ার অভিযোগ। নিউ হোপ এ্যানিমেল নিউট্রিশন কোম্পানীর পক্ষ হতে বন্যায় ক্ষতিগ্রস্ত খামারীদের জন্য গো- খাদ্য প্রেরণ। বগুড়ার শাজাহানপুরে জমি নিয়ে বিরোধে দুপক্ষের সংঘর্ষ, আহত ৫।

বগুড়ায় যৌতুকের কারণে স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদন্ড।

দৈনিক আলো প্রতিদিন ডেস্ক: বগুড়ার শেরপুরে যৌতুকের কারণে স্ত্রী হত্যার দায়ে শামীম প্রামাণিক নামে এক জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে এক লাখ টাকা জরিমানা ও অনাদায়ে আরো এক বছরের কারাদণ্ড দেয়া হয়েছে।

বুধবার (২৮ ফেব্রুয়ারি) বগুড়া নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২-এর বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর এই রায় দেন।

কারাদণ্ডপ্রাপ্ত শামীম প্রামাণিক বগুড়ার শেরপুর উপজেলার দক্ষিণ আমইন এলাকার বাসিন্দা। একই মামলায় শামীমের মা-বাবাসহ অপর তিন আসামিকে খালাস দেয়া হয়েছে।

রাষ্ট্রপক্ষের আইনজীবী অত্র আদালতের বিশেষ পিপি আশেকুর রহমান সুজন জানান, ২০১২ সালে শামীমের সাথে নাজিরা খাতুনের বিয়ে হয়। বিয়ের সময় নাজিরার বাবা ইউসুফ আলী মেয়ের জামাইকে দেড় লাখ টাকা ও দুই ভরি স্বর্ণ এবং আরো ৫০ হাজার টাকা বিয়ের এক বছরের মধ্যে দেয়ার প্রতিশ্রুতি দেন। পরে সেই টাকার জন্য নাজিরাকে প্রায়ই মারধরসহ শারীরিক নির্যাতন করতেন শামীম। সর্বশেষ ২০১৩ সালের ৫ মে দুপুরে দিকে যৌতুকের আরো ৫০ হাজার টাকা আনার জন্য নাজিরাকে চাপ দেন শামীম। নাজিরা ওই টাকা আনতে অস্বীকার করলে শামীম কাঠের খড়ি দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে নাজিরাকে হত্যা করেন।

তিনি আরো জানান, এ ঘটনায় ওই দিন রাতেই নাজিরার বাবা শামীম, তার মা ও বাবাসহ চারজনের বিরুদ্ধে শেরপুর থানায় হত্যা মামলা করেন। রায় শেষে আসামি শামীমকে কারাগারে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © DailyAloPratidin.com