September 16, 2024, 8:29 pm

নোটিশ:
সংবাদদাতা আবশ্যক
সংবাদ শিরোনাম:
বগুড়ায় হক্বের দাওয়াত সিদ্দীক্বিয়া দরবার ও সুন্নতী জামে মসজিদের উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত। নওগাঁয় র‍্যাবের অভিযানে বিপুল পরিমাণ অবৈধ বিস্ফোরক আটক। স্ত্রীর দাবী নিয়ে শিবগঞ্জের নলডুবি প্রবাস ফেরৎ যুবকের বাড়ীতে মহিলার অবস্থান। কাহালুতে বিএনপি’র উদ্যোগে প্রতিষ্ঠান প্রধান ব্যবসায়ী ও হিন্দু সম্প্রদায়ে নেতৃবৃন্দর মতবিনিময়। শেখ হাসিনাকে দেশে এনে বিচারের মূখোমূখী করতে হবে মাওঃ আব্দুল হক আজাদ। ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রধান সহকারীর বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ। পোশাক কারখানায় অস্থিতিশীলতা সৃষ্টির উসকানিদাতা ছাত্রলীগ নেতা গ্রেফতার। ঘোড়াঘাটে আদিবাসী শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও বাইসাইকেল বিতরণ। কন্যা সন্তানের মা হলেন দীপিকা পাডুকোন। বগুড়ার কাহালু উপজেলা প্রধান শিক্ষক ও ব্যবসায়ীকসহ হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

দাড়িদহে সম্পন্ন হলো পদার্থ বিজ্ঞান মেলা।

দৈনিক আলো প্রতিদিন ডেস্ক: পদার্থবিজ্ঞানের মতো জটিল বিষয়কে শিক্ষর্থীরা যেন সহজে আত্মস্থ করতে পারে এবং ব্যবহারিক শিক্ষার মাধ্যমে তা কাজে লাগাতে পারে, এই উদ্দেশ্যকে সামনে রেখে বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার ময়দানহাট্টা ইউনিয়নের দাড়িদহ স্কুল মাঠে গত ২৭ ও ২৮ ফেব্রুয়ারি দুইদিন ব্যাপী অনুষ্ঠিত হলো ব্যতিক্রমী আয়োজন পদার্থ বিজ্ঞান মেলা।

ইজি ইনডাকশন ল্যাব এর পরিচালক মোঃ ফরিদুল ইসলামের তত্ত্ববধানে ও ট্যালেন্ট হাষ্ট বিডি’র আয়োজনে দুইদিন ব্যাপী এ পদার্থ বিজ্ঞান মেলায় মোট ১৮ টি ষ্টলে পদার্থবিজ্ঞান সংক্রান্ত বিভিন্ন প্রকল্প উপস্থাপন করছে এলাকার ক্ষুূদে শিক্ষার্থীরা।
প্রকল্পগুলোর মধ্যে রয়েছে নিদিষ্ট দূরত্বে বিদ্যুৎ প্রেরণের জন্য তারের ব্যাস নির্ণয়, তড়িৎ বর্তনী, সরল দোলকের সাহায্যে অভিকর্ষজ ত্বরণের মান নির্ণয়, রোধের সূত্র, ওহমের সূত্রের সত্যতা যাচাই, পরিবাহিক আপেক্ষিক রোধ নির্ণয়, শক্তির সত্যতা যাচাই, নিউটনের প্রথম ও তৃতীয় সূত্রের প্রমাণ, ট্রান্সফার্মের কার্যপ্রণালীর ব্যাখ্যা, তড়িৎ চৌম্বক ও এর দিক, আবেশ ক্রিয়া এবং এসি জেনারেটর, প্যাসকেল ল, রেষ্টিফিকেশন, সলিনয়েড, ডিসি মটর, নিউটনের দ্বিতীয় সূত্র, আর্কিমিডিস ল, ইত্যাদি।

দাড়িদহ বালিকা দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়, দাড়িদহ বালিকা বহুমুখী উচ্চ বিদ্যালয় ও দাড়িদহ আমিনিয়া ফাজিল ডিগ্রী মাদ্রাসার শিক্ষার্থীরা বিভিন্ন গ্রুপে ভাগ হয়ে প্রকল্পগুলি উপস্থাপন করে।
আয়োজনের সূচনাপর্বের সভাপতিত্ব করেন ময়দানহাট্টা ইউনিয়নের জাতীয় পার্টির সভাপতি মোঃ ইয়াকুব আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি আযিযুল হক কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের সাবেক বিভাগীয় প্রধান মোঃ জাহাঙ্গীর আলম, এসএকে কনজুমার প্রডাক্টস লিমিটেডের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা মোঃ সাইফুর রহমান, দিনাজপুরের লার্নিং ইন্সটিটিউটের প্রতিষ্ঠাতা মোঃ কামরুজ্জামান, ১নং ময়দানহাট্টা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আবু জাফর।

সমাপনী পর্বের সভাপতিত্ব করেন আনোয়ার খান মর্ডান মেডিকেল কলেজ ও হাসপাতালের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. এ.জেড.এম মাইদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পু্ন্ড্র বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রভাষক মোঃ সজল আল মামুন ও মোঃ সাদিক হোসাইন, দাড়িদহ আমিনিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মোঃ আলমগীর হোসেন, দাড়িদহ দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শামছুল ইসলাম, দাড়িদহ বহুমুখী বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিমল কুমার রায়, দাড়িদহ আমিনিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসার সভাপতি মোঃ হারুন-উর-রশিদ এবং ১নং ময়দানহাট্টা ইউনিয়নপরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ মাহবুব আলম মানিকসহ অন্যান্য শিক্ষকবৃন্দ।

পদার্থ বিজ্ঞান মেলার প্রধান উদ্যোক্তা, ইজি ইনড্যাকশন ল্যাব এর পরিচলক ফরিদুল ইসলাম জানান, আমার ল্যবে দুই শতাধিক শিক্ষার্থী রয়েছে। তাদেরকে আমি বিনামূল্যে পদার্থবিজ্ঞান বিষয়ে হাতে-কলমে শিক্ষা দেই। শিক্ষার্থীরা এসব জ্ঞান তাদের বাস্তব জীবনে কাজে লাগিয়ে সমৃদ্ধ বাংলাদেশ গড়তে পারে, এই প্রচেষ্টাই আমি করে চলছি।

ভবিষ্যৎতে শিক্ষার্থীরা যেন মুখস্থ বিদ্যার সীমাবদ্ধ না থেকে হাতে কলমে বাস্তবে তার প্রয়োগ করতে পারে সেজন্য গত বছর থেকে এই পদার্থ বিজ্ঞান মেলার আয়োজন করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © DailyAloPratidin.com