September 21, 2024, 7:37 pm

নোটিশ:
সংবাদদাতা আবশ্যক
সংবাদ শিরোনাম:
শিক্ষা দিবসে ছাত্র ইউনিয়ন বগুড়া জেলার ছাত্র সমাবেশ অনুষ্ঠিত। ঢাকার কেরানীগঞ্জ এলাকা থেকে তিন লাখ জাল টাকা এবং জাল টাকা তৈরির বিপুল পরিমাণ সরঞ্জামাদিসহ দুই জনকে গ্রেফতার করেছে র‌্যাব-১০। রাজশাহীর চারঘাট থানা পুলিশ কর্তৃক ৮১০ বোতল ফেন্সিডিল উদ্ধার। আন্তর্জাতিক সর্প দংশন সচেতনতা দিবস’ উপলক্ষে সেমিনার ও আলোচনা সভা অনুষ্ঠিত কাহালুতে ৩শ’ পিস টেপেন্টাডল ট্যাবলেট সহ স্বামী স্ত্রীকে গ্রেফতার। আল্লাহর এই জমিনে অচিরেই ইসলাম কায়েম হবে ইনশাআল্লাহ –অধ্যক্ষ মাওঃ তায়েব আলী সোনাতলায় বালুয়া ইউনিয়ন বিএনপির দলীয় কার্যালয় উদ্বোধন। উপজেলা ছাত্রদলের বিরুদ্ধে দুধকুমার নদীর তীর রক্ষা বাঁধের কাজে বাঁধা দেওয়ার অভিযোগ। নিউ হোপ এ্যানিমেল নিউট্রিশন কোম্পানীর পক্ষ হতে বন্যায় ক্ষতিগ্রস্ত খামারীদের জন্য গো- খাদ্য প্রেরণ। বগুড়ার শাজাহানপুরে জমি নিয়ে বিরোধে দুপক্ষের সংঘর্ষ, আহত ৫।

০১ টি নকল স্বর্ণের মূর্তিসহ ০২ জন প্রতারককে গ্রেফতার করেছে র‌্যাব-১২, সিপিএসসি, বগুড়া।

দৈনিক আলো প্রতিদিন (বগুড়া প্রতিনিধি): গতকাল বুধবার (২৮ ফেব্রুয়ারি) ০১টি নকল মূর্তি সহ ২ জনকে গ্রেফতার করেছে র‌্যাব-১২, সিপিএসসি বগুড়া।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানা যায়, র‌্যাব-১২, সিপিএসসি, বগুড়া ক্যাম্প গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, বগুড়া জেলার দুপচাঁচিয়া থানাধীন তালুচ গ্রামস্থ তালুচ পাচপীর বিজ্ঞান ও প্রযুক্তি বালিকা বিদ্যালয়ের এর সামনে পাকা রাস্তার উপর নকল সোনার মূর্তি হেফাজতে রেখে সোনা হিসাবে বিক্রয় করার জন্য অবস্থান করছে। এই গোপন সংবাদের ভিত্তিতে ২৮/০২/২০২৪ তারিখ রাত্রি ২২.১০ ঘটিকার সময় র‌্যাব-১২, সিপিএসসি বগুড়ার একটি আভিযানিক দল বগুড়া জেলার দুপচাঁচিয়া থানাধীন তালুচ গ্রামস্থ তালুচ পাচপীর বিজ্ঞান ও প্রযুক্তি বালিকা বিদ্যালয়ের এর সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে আসামী ১। মোঃ হেলাল উদ্দীন প্রামানিক (৫০), পিতা- মৃত মোকছেদ আলী প্রামানিক, সাং- তালুচ পূর্ব পাড়া, ২। মোঃ জামাল উদ্দীন প্রামানিক (৫৩), পিতা- মোঃ সিরাজ উদ্দীন প্রামানিক, সাং- ছাতনি, উভয় থানা- দুপচাঁচিয়া, জেলা- বগুড়াদ্বয়কে বিশেষ কায়দায় পেপারের কাগজ দ্বারা মোড়ানো টিস্যু ব্যাগে রক্ষিত ০১ (এক) টি সোনালী রংয়ের সোনা সদৃশ গনেশ অবয়বকৃত মূর্তিসহ গ্রেফতার করে।

উল্লেখ্য যে, ধৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে দুপচাঁচিয়া থানা, বগুড়ায় ০১টি প্রতারণা মামলা রয়েছে মর্মে জানা যায়। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য দুপচাঁচিয়া থানা, বগুড়ায় সোপর্দ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © DailyAloPratidin.com