September 21, 2024, 11:28 pm

নোটিশ:
সংবাদদাতা আবশ্যক
সংবাদ শিরোনাম:
শিক্ষা দিবসে ছাত্র ইউনিয়ন বগুড়া জেলার ছাত্র সমাবেশ অনুষ্ঠিত। ঢাকার কেরানীগঞ্জ এলাকা থেকে তিন লাখ জাল টাকা এবং জাল টাকা তৈরির বিপুল পরিমাণ সরঞ্জামাদিসহ দুই জনকে গ্রেফতার করেছে র‌্যাব-১০। রাজশাহীর চারঘাট থানা পুলিশ কর্তৃক ৮১০ বোতল ফেন্সিডিল উদ্ধার। আন্তর্জাতিক সর্প দংশন সচেতনতা দিবস’ উপলক্ষে সেমিনার ও আলোচনা সভা অনুষ্ঠিত কাহালুতে ৩শ’ পিস টেপেন্টাডল ট্যাবলেট সহ স্বামী স্ত্রীকে গ্রেফতার। আল্লাহর এই জমিনে অচিরেই ইসলাম কায়েম হবে ইনশাআল্লাহ –অধ্যক্ষ মাওঃ তায়েব আলী সোনাতলায় বালুয়া ইউনিয়ন বিএনপির দলীয় কার্যালয় উদ্বোধন। উপজেলা ছাত্রদলের বিরুদ্ধে দুধকুমার নদীর তীর রক্ষা বাঁধের কাজে বাঁধা দেওয়ার অভিযোগ। নিউ হোপ এ্যানিমেল নিউট্রিশন কোম্পানীর পক্ষ হতে বন্যায় ক্ষতিগ্রস্ত খামারীদের জন্য গো- খাদ্য প্রেরণ। বগুড়ার শাজাহানপুরে জমি নিয়ে বিরোধে দুপক্ষের সংঘর্ষ, আহত ৫।

রাজধানীতে তরুণীর মৃত্যু নিয়ে ধোঁয়াশা, আটক ৩।

দৈনিক আলো প্রতিদিন ডেস্ক: সোমবার (২৬ ফেব্রুয়ারি) রাজধানীর হাজারীবাগে রুবি ওরফে তোহা (১৮) নামের এক তরুণীর মৃত্যু নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। এখন পর্যন্ত মৃত্যুর কারণ জানা যায়নি। নিহত তরুণীর নাম রুবি ওরফে তোহা (১৮)। রুবির গ্রামের বাড়ি টাঙ্গাইলের মধুপুরে।

হাসপাতাল ও পুলিশ সূত্রে জানা যায়, নিহত রুবিকে দুপুরে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তিন যুবককে আটক করেছে পুলিশ তারা হলেন রিফাত, আরমান ও শাওন। তাঁদের বয়স ২০ থেকে ২১ বছর হবে। তাঁদের জিজ্ঞাসাবাদ করে মৃত্যু সম্পর্কে সুস্পষ্ট তথ্য পাওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

পুলিশ সূত্র আরও জানায়, ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

আটক হওয়ার আগে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আরমান বলেন, ‘ধানমন্ডি ১৫ নম্বর এলাকা থেকে অসুস্থ অবস্থায় রুবি হাজারীবাগ কালুনগর এলাকায় আমার বাসায় আসেন। পরে রিফাতও আসেন। আমার বাসায় নাশতা করার পর রুবি আরও বেশি অসুস্থ হয়ে পড়েন। পরে তাঁকে ঢামেকে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’

ঢামেক পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, মৃতদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © DailyAloPratidin.com