September 16, 2024, 8:19 pm

নোটিশ:
সংবাদদাতা আবশ্যক
সংবাদ শিরোনাম:
বগুড়ায় হক্বের দাওয়াত সিদ্দীক্বিয়া দরবার ও সুন্নতী জামে মসজিদের উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত। নওগাঁয় র‍্যাবের অভিযানে বিপুল পরিমাণ অবৈধ বিস্ফোরক আটক। স্ত্রীর দাবী নিয়ে শিবগঞ্জের নলডুবি প্রবাস ফেরৎ যুবকের বাড়ীতে মহিলার অবস্থান। কাহালুতে বিএনপি’র উদ্যোগে প্রতিষ্ঠান প্রধান ব্যবসায়ী ও হিন্দু সম্প্রদায়ে নেতৃবৃন্দর মতবিনিময়। শেখ হাসিনাকে দেশে এনে বিচারের মূখোমূখী করতে হবে মাওঃ আব্দুল হক আজাদ। ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রধান সহকারীর বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ। পোশাক কারখানায় অস্থিতিশীলতা সৃষ্টির উসকানিদাতা ছাত্রলীগ নেতা গ্রেফতার। ঘোড়াঘাটে আদিবাসী শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও বাইসাইকেল বিতরণ। কন্যা সন্তানের মা হলেন দীপিকা পাডুকোন। বগুড়ার কাহালু উপজেলা প্রধান শিক্ষক ও ব্যবসায়ীকসহ হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

নিয়ম ভঙ্গ করলে শাস্তি পেতে হবে হাথুরুসিংহকে, পাপন।

দৈনিক আলো প্রতিদিন ডেস্ক: সোমবার (২৬ ফেব্রুয়ারি) টেনিসের একটি অনুষ্ঠানে‌ হাথুরুসিংহের সাক্ষাৎকার নিয়ে প্রশ্ন করলে, যুব ও ক্রীড়ামন্ত্রী এবং বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেন বোর্ডের নিয়মানুযায়ী কোড অব কন্ডাক্ট ভঙ্গ হলে কোচের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

কয়েকদিন আগে ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকইনফোর সঙ্গে আলাপকালে হাথুরুসিংহে বিপিএলের মান নিয়ে প্রশ্ন তুলে বলেন, ‘বাংলাদেশে উপযুক্ত কোনও টি-টোয়েন্টি টুর্নামেন্ট নেই। কথাটা শুনতে খুবই অস্বাভাবিক লাগবে। কিন্তু আমি যখন বিপিএল দেখি, অনেক সময় টিভি বন্ধ করে দেই। কিছু খেলোয়াড় তো ওই মানের মধ্যেই পড়ে না।’

জাতীয় দলের কোচ হয়ে বিপিএল নিয়ে এমন অযাচিত মন্তব্য করতে পারেন কিনা হাথুরুসিংহে, এ প্রসঙ্গে জানতে চাইলে ক্রীড়ামন্ত্রী ও বিসিবি প্রধান বলেন, “একজন বিদেশি কোচ ক্রিকেট বোর্ডের বেতনভুক্ত। গঠনমূলক সমালোচনা গণমাধ্যম কিংবা অন্যান্য জায়গা থেকে হতে পারে। কিন্তু বিসিবিতে চাকরি করে এবং একজন বিদেশি কোচ হয়ে কেউ বলবে, ‘বিপিএলের এত বাজে অবস্থা যে টিভি বন্ধ করে দিচ্ছি’, এটা তার কোড অব কন্ডাক্টের মধ্যে পড়ে কিনা দেখতে হবে।”

বোর্ড সভাপতি যোগ করেছেন, ‘এখন পর্যন্ত বিষয়টি খতিয়ে দেখিনি। তবে এটা স্পষ্ট যে, একটি টুর্নামেন্ট চলাকালে এমন কথা কারও পক্ষেই বলা সম্ভব না, তাও পূর্ব অনুমতি এবং কোনও ধরনের ক্ষমতা ছাড়া। বিশেষ করে কোচ, নির্বাচক কিংবা খেলোয়াড়ের মতো পদে যারা আছেন, তাদের সঙ্গে আমাদের লিখিত চুক্তি আছে যে, তারা মিডিয়ায় কিছু বলার আগে আমাদের কাছ থেকে অনুমতি নিতে হবে।’

যদিও পুরো বিষয়টি না জেনে হাথুরুসিংহের ব্যাপারে কোনও ব্যবস্থা নিতে চান না বোর্ডপ্রধান। তবে কোচ নিয়ম ভঙ্গ করলে অবশ্যই শাস্তি পেতে হবে বলে উল্লেখ করেছেন তিনি, ‘প্রথমে দেখতে হবে সে (হাথুরুসিংহে) কোড অব কন্ডাক্ট ভঙ্গ করেছে কিনা। আমাদের যে নিয়ম আছে, সেই অনুযায়ী ব্যবস্থা নেবো। এটা প্রথম কথা। দ্বিতীয়ত, সে কোনও জায়গায় এমন কিছু বলেছে কিনা যা ঘরোয়া ক্রিকেট, খেলোয়াড়, বিপিএল কিংবা আন্তর্জাতিক ক্রিকেট যাই হোক, বাংলাদেশ ক্রিকেটের জন্য যেটা নেতিবাচক বার্তা বহন করে। সেক্ষেত্রে অবশ্যই তাকে জিজ্ঞাসার আওতায় আনা হবে। অবশ্যই শোকজ করা হবে।’

তবে তার আগে সবকিছু জানতে চান বোর্ড সভাপতি, ‘প্রথমে আমার জানতে হবে আপনারা যেটা বলেছেন, সেই বিষয়ে কোচ মূলত কী বলেছে। সেটা যদি না জানি তাহলে মন্তব্য করা কঠিন। এ বিষয়ে কথা বলতে এখনই আবারও বিসিবিতে যাচ্ছি। শুধু ঘটনাটা জেনেই চলে এসেছিলাম। দ্বিতীয় কথা হচ্ছে, মন্তব্য করার আগে অনুমতি নেওয়া হয়েছে কিনা। যদি অনুমতি নেওয়া হয়ে থাকে তবে কেন দেওয়া হলো একটা টুর্নামেন্ট চলাকালে, সেই প্রশ্ন এসে যায়। এ বিষয়গুলো না জেনে আমার মন্তব্য করা উচিত হবে না। তাই আমি এখনই বিষয়টি জানতে যাচ্ছি। এটা নিয়ে একটু বসতে হবে। তারপর বলতে পারবো।’

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © DailyAloPratidin.com