September 19, 2024, 1:30 am

নোটিশ:
সংবাদদাতা আবশ্যক
সংবাদ শিরোনাম:
উপজেলা ছাত্রদলের বিরুদ্ধে দুধকুমার নদীর তীর রক্ষা বাঁধের কাজে বাঁধা দেওয়ার অভিযোগ। নিউ হোপ এ্যানিমেল নিউট্রিশন কোম্পানীর পক্ষ হতে বন্যায় ক্ষতিগ্রস্ত খামারীদের জন্য গো- খাদ্য প্রেরণ। বগুড়ার শাজাহানপুরে জমি নিয়ে বিরোধে দুপক্ষের সংঘর্ষ, আহত ৫। ঘোড়াঘাটে জামায়াতে ইসলামীর কর্মী-সুধী সমাবেশ অনুষ্ঠিত। কাহালুর মাঝপাড়া জাগ্রত মানবসেবা সংস্থার উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচীর উদ্বোধন। তালোড়ার ডাঃ শফিউল করিমের প্রাণ নাশের চেষ্টা থানায় জিডি। কাহালুর এরুইল বাজার ইসলামী ব্যাংক এজিন্ট শাখার গ্রাহক সমাবেশ ও মতবিনিময় সভা। বগুড়ার কাহালুতে নকল সোনা মূর্তি সহ ২ জন গ্রেফতার। কাহালুর ইউএনও’র স্বেচ্ছাচারিতায় বিতর্কিত কর্মকান্ডের স্বচ্ছতা নিয়ে সচেতন মহলে নানা প্রশ্ন বগুড়ায় হক্বের দাওয়াত সিদ্দীক্বিয়া দরবার ও সুন্নতী জামে মসজিদের উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত।

মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ছাত্রলীগ নেতা নিহত।

দৈনিক আলো প্রতিদিন ডেস্ক: শনিবার (২৪ ফেব্রুয়ারি) রাতে ক্রিকেট খেলা শেষ করে বাড়ি ফেরার সময় গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় উপজেলার ডুমুরিয়া ইউনিয়নের তারাইল-টুঙ্গিপাড়া সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় বিএম তন্ময় (২০) নামের এক ছাত্রলীগ নেতা নিহত হয়েছেন।

রোববার (২৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টায় পৌর ঈদগাহ ময়দানে নিহতের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

নিহত তন্ময় উপজেলার গিমাডাঙ্গা গ্রামের ফায়েক বিশ্বাসের ছেলে ও টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন। তিনি গত ২৩ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য পরীক্ষায় অংশ নিয়েছিলেন।

নিহতের ফুফাতো ভাই তরিকুল ইসলাম জানান, রাত্রিকালীন ক্রিকেট খেলা শেষে ডুমুরিয়া ইউনিয়ন থেকে একটি মোটরসাইকেলে তিনজন বাড়ির দিকে রওনা দেন। তারা তাড়াইল-টুঙ্গিপাড়া সড়কে পৌঁছলে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে। তখন পেছনে বসে থাকা ছাত্রলীগ নেতা তন্ময় মাথায় আঘাত পান। বাকি দুইজনও গুরুতর আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে টুঙ্গিপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে জরুরি বিভাগের চিকিৎসক তন্ময়কে মৃত ঘোষণা করেন। বাকি দুজনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এ বিষয়ে টুঙ্গিপাড়া থানার পরিদর্শক (তদন্ত) আহম্মেদ আলী বিশ্বাস জানান, সড়ক দুর্ঘটনায় ছাত্রলীগ নেতা বি এম তন্ময় নিহত হয়েছেন। তবে কোনো পরিবারের পক্ষ থেকে অভিযোগ করেনি।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © DailyAloPratidin.com