September 20, 2024, 9:57 am

নোটিশ:
সংবাদদাতা আবশ্যক
সংবাদ শিরোনাম:
উপজেলা ছাত্রদলের বিরুদ্ধে দুধকুমার নদীর তীর রক্ষা বাঁধের কাজে বাঁধা দেওয়ার অভিযোগ। নিউ হোপ এ্যানিমেল নিউট্রিশন কোম্পানীর পক্ষ হতে বন্যায় ক্ষতিগ্রস্ত খামারীদের জন্য গো- খাদ্য প্রেরণ। বগুড়ার শাজাহানপুরে জমি নিয়ে বিরোধে দুপক্ষের সংঘর্ষ, আহত ৫। ঘোড়াঘাটে জামায়াতে ইসলামীর কর্মী-সুধী সমাবেশ অনুষ্ঠিত। কাহালুর মাঝপাড়া জাগ্রত মানবসেবা সংস্থার উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচীর উদ্বোধন। তালোড়ার ডাঃ শফিউল করিমের প্রাণ নাশের চেষ্টা থানায় জিডি। কাহালুর এরুইল বাজার ইসলামী ব্যাংক এজিন্ট শাখার গ্রাহক সমাবেশ ও মতবিনিময় সভা। বগুড়ার কাহালুতে নকল সোনা মূর্তি সহ ২ জন গ্রেফতার। কাহালুর ইউএনও’র স্বেচ্ছাচারিতায় বিতর্কিত কর্মকান্ডের স্বচ্ছতা নিয়ে সচেতন মহলে নানা প্রশ্ন বগুড়ায় হক্বের দাওয়াত সিদ্দীক্বিয়া দরবার ও সুন্নতী জামে মসজিদের উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত।

ঘোড়াঘাটে প্রতিবন্ধী ব্যক্তিদের প্রাতিষ্ঠানিক সেবাসমূহে অন্তর্ভুক্তিকরণ কর্মশালা।

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের ঘোড়াঘাটে আরডিআরএস বাংলাদেশ এর উদ্যোগে আরডিআরএস কোর কম্প্রিহেনসিভ প্রোগ্রামের আওতায় প্রতিবন্ধী ব্যক্তিদের স্থানীয় সরকারের প্রাতিষ্ঠানিক সেবাসমূহে অধিকতর অন্তর্ভুক্তির জন্য কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৫ ফেব্রুয়ারি) দুপুর ১২ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নিরঞ্জন কুমারের সভাপতিত্বে এ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম। প্রোগ্রামের জেলা সুপারভাইজার সুমিত্র কুমার সরকারের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. রফিকুজ্জামান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা হানিফ উদ্দিন, উপজেলা সমবায় কর্মকর্তা প্রদীপ কুমার সরকার, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আহমেদ ঈসা, উপজেলা প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের প্রতিনিধি কমল চন্দ্র দাস প্রমুখ। কর্মশালায় বক্তারা আরডিআরএস কোর কম্প্রিহেনসিভ প্রোগ্রামের মাধ্যমে প্রতিবন্ধীদের জন্য নিজ নিজ দপ্তর থেকে সর্বাত্মক সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন।

এ সময় অত্র প্রোগ্রামের কমিউনিটি ডেভেলপমেন্ট সুপারভাইজার আলমগীর হোসেন, আইসিভিজিডি প্রকল্পের উপজেলা সমন্বয়কারী বিদ্যুৎ কুমার সরকার, উক্ত প্রোগ্রামের বিরামপুর উপজেলার প্রতিনিধি সুজা মিয়া, ঘোড়াঘাট উপজেলার প্রতিনিধি জাহাঙ্গীর কবির সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © DailyAloPratidin.com