September 16, 2024, 8:22 pm

নোটিশ:
সংবাদদাতা আবশ্যক
সংবাদ শিরোনাম:
বগুড়ায় হক্বের দাওয়াত সিদ্দীক্বিয়া দরবার ও সুন্নতী জামে মসজিদের উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত। নওগাঁয় র‍্যাবের অভিযানে বিপুল পরিমাণ অবৈধ বিস্ফোরক আটক। স্ত্রীর দাবী নিয়ে শিবগঞ্জের নলডুবি প্রবাস ফেরৎ যুবকের বাড়ীতে মহিলার অবস্থান। কাহালুতে বিএনপি’র উদ্যোগে প্রতিষ্ঠান প্রধান ব্যবসায়ী ও হিন্দু সম্প্রদায়ে নেতৃবৃন্দর মতবিনিময়। শেখ হাসিনাকে দেশে এনে বিচারের মূখোমূখী করতে হবে মাওঃ আব্দুল হক আজাদ। ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রধান সহকারীর বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ। পোশাক কারখানায় অস্থিতিশীলতা সৃষ্টির উসকানিদাতা ছাত্রলীগ নেতা গ্রেফতার। ঘোড়াঘাটে আদিবাসী শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও বাইসাইকেল বিতরণ। কন্যা সন্তানের মা হলেন দীপিকা পাডুকোন। বগুড়ার কাহালু উপজেলা প্রধান শিক্ষক ও ব্যবসায়ীকসহ হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

তানজীদ তামিমের প্রশংসায় সতীর্থ রোমারিও শেফার্ড।

দৈনিক আলো প্রতিদিন ডেস্ক: ২০২০ যুব বিশ্বকাপ জয়ী তরুণ তুর্কি চট্রগ্রাম চ্যালেঞ্জার্সের ওপেনিং ব্যাটসম্যান তানজিদ তামিম কে প্রশংসায় ভাসালেন সতীর্থ রোমারিও শেফার্ড।

এবারের বিপিএলে ফর্মের তুঙ্গে আছেন এ ওপেনার ব্যাটসম্যান। বাঁচা মরার ম্যাচে খুলনা টাইগার্সের বিপক্ষে ম্যাচেই হাঁকিয়েছেন দারুণ এক সেঞ্চুরি। প্লে-অফে যাওয়ার জন্য জয়ের কোন বিকল্প ছিল না। এই রকম একটা চাপের ম্যাচে খেলেছেন ৬৫ বলে ১১৬ রানের দুর্দান্ত এক ইনিংস। এই ইনিংস বাদেও এবারের বিপিএলে ব্যাট হাতে বেশ কিছু ভালো ইনিংস খেলেছেন তানজিদ। সকলেই তাই প্রশংসায় ভাসাচ্ছেন তানজিদকে।

ঢাকায় গণমাধ্যমের মুখোমুখি হয়ে শেফার্ড বলেন, ‘এটা (তানজিদের সেঞ্চুরি) আমার দেখা পেশাদার ক্রিকেটে তরুণদের মধ্যে অন্যতম সেরা ইনিংস ছিল। আমার চোখে দেখা অন্যতম সেরা সেঞ্চুরি ছিল এটি। চাপের মুখে, হেরে গেলেই বাদ এমন পরিস্থিতিতে সে যেভাবে খেলেছে তাতে মনে হয়েছে তার হাতে যেন অনেক সময় ছিল। সে দারুণ খেলছে। বাংলাদেশের জন্য দারুণ একটি সম্পদ হতে যাচ্ছে সে কারণ সে তরুণ। সে যেভাবে খেলে, এগিয়েই যেতে থাকে শুধু। সে শুধু ফিফটি করেই সন্তুষ্ট থাকে না, আরও এগিয়ে যেতে চায়।’

তিনি আরো বলেন ‘আমাদের দল হয়ত অনেক বড় নামের ক্রিকেটার দিয়ে ঠাসা নয়। আমাদের দলে কিছু দেশি ক্রিকেটার আছেন যারা (ভালো করার জন্য) ক্ষুধার্ত। এভাবেই তরুণ ক্রিকেটারদের উঠে আসতে হবে। এটাই তাদের জন্য গুরুত্বপূর্ণ, তাদের মধ্যে (ভালো খেলার) ক্ষুধাটা থাকতে হবে। সুযোগ পেলে দুই হাত দিয়ে তা লুফে নিতে হবে। এটাই হচ্ছে আমাদের দলে। প্রতিদিন কেউ না কেউ দাঁড়িয়ে যাচ্ছে। গত ম্যাচে শুভ (শুভাগত হোম চৌধুরী), টানা ২ ম্যাচে তরুণ ওপেনার (তানজিদ) ভালো করল। সে একটি সেঞ্চুরির পাশাপাশি ৭০ রানের একটি ইনিংসও খেলেছে। আশা করছি সে তার ভালো ফর্ম চালিয়ে যাবে। যদি সে নাও পারে তাহলে অন্য কেউ হয়ত দাঁড়িয়ে যাবে এবং ভালো রান এনে দেবে যা বোলারদের জন্য ডিফেন্ড করার মত হবে। এখানের উইকেট চট্টগ্রামের চেয়ে অনেক ভিন্ন। ফলে আমাদের পার স্কোরের চেয়ে বেশি রান করতে হবে। ফলে বোলিং বিভাগে আমাদের পারফরম্যান্স চালিয়ে যেতে হবে সেই সাথে ব্যাটিংয়েও।’

শেফার্ড আরও বলেন, ‘বাংলাদেশ লিগে আমার প্রথমবার আসা হল। এখানে অনেক প্রতিভাবান ক্রিকেটার দেখেছি আমি। নতুন দলের ফলে নতুন তরুণ ক্রিকেটারদের সামনে সুযোগ আসে। আমার মনে হয় এখানে সুযোগ থাকে ভালো দল হিসেবে গড়ে উঠার। এখানে অনেক ম্যাচও খেলতে হয়, একটা লিগে ১২টা ম্যাচ মানে অনেক। দলগুলোতে যেমন তরুণ প্রতিভাবান ক্রিকেটার আছে বিষয়টা সত্যিই দারুণ।’

প্লে-অফের প্রতিপক্ষ বরিশাল সম্পর্কে শেফার্ডের ভাষ্য, ‘আমরা একটি দল হিসেবে খেলব। মানুষজন এটাই প্রত্যাশা করে। দল হিসেবে খেলার সুবিধা এখানেই। কখনও হয়ত আমি ভালো নাও করতে পারি। ফলে দল হিসেবে খেললে একজনের উপর নির্ভরশীল না হয়ে আপনি অনেক শক্তিশালী হতে পারবেন। আপনারা জানেন দল হিসেবে খেলতে পারলে কী হতে পারে।’ 

আগামী ২৬ ফেব্রুয়ারি এলিমিনেটরের ম্যাচে মুখোমুখি হতে যাচ্ছে ফরচুন বরিশাল এবং চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © DailyAloPratidin.com