September 16, 2024, 8:25 pm

নোটিশ:
সংবাদদাতা আবশ্যক
সংবাদ শিরোনাম:
বগুড়ায় হক্বের দাওয়াত সিদ্দীক্বিয়া দরবার ও সুন্নতী জামে মসজিদের উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত। নওগাঁয় র‍্যাবের অভিযানে বিপুল পরিমাণ অবৈধ বিস্ফোরক আটক। স্ত্রীর দাবী নিয়ে শিবগঞ্জের নলডুবি প্রবাস ফেরৎ যুবকের বাড়ীতে মহিলার অবস্থান। কাহালুতে বিএনপি’র উদ্যোগে প্রতিষ্ঠান প্রধান ব্যবসায়ী ও হিন্দু সম্প্রদায়ে নেতৃবৃন্দর মতবিনিময়। শেখ হাসিনাকে দেশে এনে বিচারের মূখোমূখী করতে হবে মাওঃ আব্দুল হক আজাদ। ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রধান সহকারীর বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ। পোশাক কারখানায় অস্থিতিশীলতা সৃষ্টির উসকানিদাতা ছাত্রলীগ নেতা গ্রেফতার। ঘোড়াঘাটে আদিবাসী শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও বাইসাইকেল বিতরণ। কন্যা সন্তানের মা হলেন দীপিকা পাডুকোন। বগুড়ার কাহালু উপজেলা প্রধান শিক্ষক ও ব্যবসায়ীকসহ হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

ছাত্রলীগের এক সাথে ১৯ জন নেতাকর্মীকে বহিষ্কার।

দৈনিক আলো প্রতিদিন ডেস্ক: ছাত্রলীগের একসাথে একদিনে সংগঠনের ১৯ জন নেতাকর্মীকে বহিষ্কার করেছে আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ৷ শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) রাতে এই বহিষ্কার আদেশের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

ছাত্রলীগের দফতর সম্পাদক মেফতাহুল ইসলাম পান্থ স্বাক্ষরিত দুইটি পৃথক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে৷

এর একটি বিজ্ঞপ্তিতে একযোগে নয়জনকে বহিষ্কার করা হয়৷ বহিষ্কৃতরা হলেন- ইভান (কর্মী, বাংলাদশ ছাত্রলীগ, সরকারি তিতুমীর কলেজ শাখা), মিশুক (কর্মী, বাংলাদশ ছাত্রলীগ, সরকারি তিতুমীর কলেজ শাখা), অপু (কর্মী, বাংলাদশ ছাত্রলীগ, সরকারি তিতুমীর কলেজ শাখা), রাজু (কর্মী, বাংলাদেশ ছাত্রলীগ, সরকারি বাঙলা কলেজ শাখা), শাহাদাত (কর্মী, বাংলাদেশ ছাত্রলীগ, ঢাকা কলেজ শাখা), সাজ্জাদ (কর্মী, বাংলাদেশ ছাত্রলীগ, ঢাকা কলেজ শাখা), রাশেদ (কর্মী, বাংলাদেশ ছাত্রলীগ, ঢাকা কলেজ শাখা), মোরশেদ (কর্মী, বাংলাদেশ ছাত্রলীগ, ঢাকা কলেজ শাখা) ও আব্দুল্লাহ (কর্মী, বাংলাদেশ ছাত্রলীগ, ঢাকা কলেজ শাখা)৷

সাময়িক বহিষ্কৃতদের বিরুদ্ধে কেন পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে না আগামী সাত দিনের মধ্যে তার লিখিত জবাব দিতে বলা হয়েছে বিজ্ঞপ্তিতে।

একই বিষয় উল্লেখ করে আরেকটি বিজ্ঞপ্তিতে বহিষ্কার করা হয়েছে- জোবায়ের দৌলা রিওন (সহ-সভাপতি, বাংলাদেশ ছাত্রলীগ, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা), এমরান হোসেন মামুন (যুগ্ম-সাধারণ সম্পাদক, বাংলাদেশ ছাত্রলীগ, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা), শাওন ঘোষ (যুগ্ম-সাধারণ সম্পাদক, বাংলাদেশ ছাত্রলীগ, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা), এ. এইচ. এম. অপু হোসেন (যুগ্ম-সাধারণ সম্পাদক, বাংলাদেশ ছাত্রলীগ, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা), আবিদুর রহমান (সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ ছাত্রলীগ, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা), রকিবুল হাসান রকি (সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ ছাত্রলীগ, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা), রাফিউল হাসান (সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ ছাত্রলীগ, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা), সাদিক ইকবাল (সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ ছাত্রলীগ, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা), মোহাম্মদ উল্লাহ রাব্বু (সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ ছাত্রলীগ, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা) এবং মোঃ আপেল মাহমুদকে (যুগ্ম-আহ্বায়ক, বাংলাদেশ ছাত্রলীগ, কেন্দুয়া উপজেলা শাখা, নেত্রকোনা)৷

নেতাকর্মীদের বহিষ্কারের সুনির্দিষ্ট কোনো কারণ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি।

‘সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনার পরিপ্রেক্ষিতে সংগঠনের শৃঙ্খলা ও মর্যাদা পরিপন্থী কার্যকলাপে লিপ্ত হওয়ার অভিযোগে’ তাদের বহিষ্কার করা হয়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় ছাত্রলীগ।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © DailyAloPratidin.com