September 22, 2024, 3:25 am

নোটিশ:
সংবাদদাতা আবশ্যক
সংবাদ শিরোনাম:
শিক্ষা দিবসে ছাত্র ইউনিয়ন বগুড়া জেলার ছাত্র সমাবেশ অনুষ্ঠিত। ঢাকার কেরানীগঞ্জ এলাকা থেকে তিন লাখ জাল টাকা এবং জাল টাকা তৈরির বিপুল পরিমাণ সরঞ্জামাদিসহ দুই জনকে গ্রেফতার করেছে র‌্যাব-১০। রাজশাহীর চারঘাট থানা পুলিশ কর্তৃক ৮১০ বোতল ফেন্সিডিল উদ্ধার। আন্তর্জাতিক সর্প দংশন সচেতনতা দিবস’ উপলক্ষে সেমিনার ও আলোচনা সভা অনুষ্ঠিত কাহালুতে ৩শ’ পিস টেপেন্টাডল ট্যাবলেট সহ স্বামী স্ত্রীকে গ্রেফতার। আল্লাহর এই জমিনে অচিরেই ইসলাম কায়েম হবে ইনশাআল্লাহ –অধ্যক্ষ মাওঃ তায়েব আলী সোনাতলায় বালুয়া ইউনিয়ন বিএনপির দলীয় কার্যালয় উদ্বোধন। উপজেলা ছাত্রদলের বিরুদ্ধে দুধকুমার নদীর তীর রক্ষা বাঁধের কাজে বাঁধা দেওয়ার অভিযোগ। নিউ হোপ এ্যানিমেল নিউট্রিশন কোম্পানীর পক্ষ হতে বন্যায় ক্ষতিগ্রস্ত খামারীদের জন্য গো- খাদ্য প্রেরণ। বগুড়ার শাজাহানপুরে জমি নিয়ে বিরোধে দুপক্ষের সংঘর্ষ, আহত ৫।

চাঁদপুরে দেশীয় অস্ত্র দিয়ে প্রকাশ্যে যুবককে কুপিয়ে হত্যা।

দৈনিক আলো প্রতিদিন ডেস্ক: শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার বাকিরা ইউনিয়নে জনতা বাজারে প্রকাশ্যে ইমন হোসেন নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত ইমন (৩০) হাজীগঞ্জ উপজেলার বাকিলা ইউনিয়নের ১ নং ওয়ার্ডের লোধপাড়া কবিরাজবাড়ির হারুনুর রশিদের ছেলে। তিনি পেশায় কাঠমিস্ত্রি ও অটোরিকশাচালক ছিলেন।

নিহতের বড় চাচা আব্দুল হান্নান বলেন, শুক্রবার সন্ধ্যায় ২০/২৫জন যুবক চার/পাঁচটি সিএনজিচালিত অটোরিকশা ও কয়েকটি মোটরসাইকেলযোগে জনতা বাজারে প্রবেশ করে। এরপরেই তারা ইমনকে দেখে ধর ধর বলে দৌড়ানি দেয়। এবং ইমনকে কুপিয়ে জখম করে চলে যায়।

তিনি আরও জানান, ঘটনার পরে ইমনকে উদ্ধার করে চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওই হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সৈয়দ আহমেদ কাজল বলেন, হাসপাতালে আনার অনেক আগেই ইমনের মৃত্যু হয়েছে। মৃতের মাথায় ও শরীরে জখমের চিহ্ন দেখা গেছে।

এ বিষয়ে চাঁদপুরের হাজীগঞ্জ থানার ওসি আব্দুর রশীদ বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে থানায় এ বিষয়ে এখনও কেউ লিখিত অভিযোগ করেনি।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © DailyAloPratidin.com