September 20, 2024, 1:11 am

নোটিশ:
সংবাদদাতা আবশ্যক
সংবাদ শিরোনাম:
উপজেলা ছাত্রদলের বিরুদ্ধে দুধকুমার নদীর তীর রক্ষা বাঁধের কাজে বাঁধা দেওয়ার অভিযোগ। নিউ হোপ এ্যানিমেল নিউট্রিশন কোম্পানীর পক্ষ হতে বন্যায় ক্ষতিগ্রস্ত খামারীদের জন্য গো- খাদ্য প্রেরণ। বগুড়ার শাজাহানপুরে জমি নিয়ে বিরোধে দুপক্ষের সংঘর্ষ, আহত ৫। ঘোড়াঘাটে জামায়াতে ইসলামীর কর্মী-সুধী সমাবেশ অনুষ্ঠিত। কাহালুর মাঝপাড়া জাগ্রত মানবসেবা সংস্থার উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচীর উদ্বোধন। তালোড়ার ডাঃ শফিউল করিমের প্রাণ নাশের চেষ্টা থানায় জিডি। কাহালুর এরুইল বাজার ইসলামী ব্যাংক এজিন্ট শাখার গ্রাহক সমাবেশ ও মতবিনিময় সভা। বগুড়ার কাহালুতে নকল সোনা মূর্তি সহ ২ জন গ্রেফতার। কাহালুর ইউএনও’র স্বেচ্ছাচারিতায় বিতর্কিত কর্মকান্ডের স্বচ্ছতা নিয়ে সচেতন মহলে নানা প্রশ্ন বগুড়ায় হক্বের দাওয়াত সিদ্দীক্বিয়া দরবার ও সুন্নতী জামে মসজিদের উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত।

মহাসড়কে পন্যবাহী ট্রাক থামিয়ে চাঁদা উত্তোলন মামলার এজাহারনামীয় ০৩জন আসামী গ্রেফতার করেছে র‌্যাব-১২, সিপিএসসি, বগুড়া।

প্রেস রিলিজ: মহাসড়কে পন্যবাহী ট্রাক থামিয়ে চাঁদা উত্তোলন মামলার এজাহারনামীয় ০৩জন আসামী গ্রেফতার করেছে র‌্যাব-১২, সিপিএসসি, বগুড়া। গতকাল (২০ ফেব্রুয়ারি) র‌্যাব-১২, সিপিএসসি, বগুড়া ক্যাম্প গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, বগুড়া জেলার শাজাহানপুর থানাধীন মাঝিড়া ইউনিয়নের অন্তর্গত সুজাবাদ গ্রামস্থ তামিম এগ্রো কেয়ার ফিট এর সামনে কতিপয় ব্যক্তি জনসাধারণকে ভয়-ভীতি প্রদর্শন করো বিভিন্ন যানবাহন হইতে চাঁদা উত্তোলন করছে। এই গোপন সংবাদের ভিত্তিতে ২০/০২/২৪ তারিখ ২০.০০ ঘটিকার সময় র‌্যাব-১২, সিপিএসসি বগুড়ার একটি আভিযানিক দল বগুড়া জেলার শাজাহানপুর থানাধীন মাঝিড়া ইউনিয়নের অন্তর্গত সুজাবাদ গ্রামস্থ তামিম এগ্রো কেয়ার ফিট এর সামনে কাচা রাস্তার উপর অভিযান পরিচালনা করে আসামী ১। মোঃ হযরত আলী (৪৪), পিতা- মৃত খলিলুর রহমান, সাং- লতিফপুর (দক্ষিণপাড়া), থানা ও জেলা- বগুড়া, ২। মোঃ রবিউল ইসলাম (৩০), পিতা- মোঃ রুহুল আমিন, সাং- বেতগাড়ী দক্ষিণপাড়া, থানা- শাজাহানপুর, জেলা- বগুড়া, ৩। মোঃ শাজাহান আলী (৫২), পিতা- মৃত আঃ রশিদ, সাং- বেতগাড়ী (বটতলা), থানা- শাজাহানপুর, জেলা- বগুড়াগণকে চাঁদাদাবী আদায়ের ০২টি রশিদ বহি, ০৬টি রশিদ, ০১টি টর্চ লাইটসহ গ্রেফতার করা হয়। উল্লেখ্য যে, ধৃত আসামীগণ প্রাথমিক জিজ্ঞাসাবাদে রশিদ দিয়ে পন্যবাহী ট্রাকের ড্রাইভারের নিকট হতে টাকা উত্তোলনের কথা স্বীকার করে। তারা যানবাহন আটকে যানবাহন প্রতি ৩০০/- টাকা করে উত্তোলন করে বলে স্বীকার করে। গ্রেফতারকৃত আসামীগণের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য শাজাহানপুর থানা, বগুড়ায় সোপর্দ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © DailyAloPratidin.com