September 22, 2024, 9:27 am

নোটিশ:
সংবাদদাতা আবশ্যক
সংবাদ শিরোনাম:
শিক্ষা দিবসে ছাত্র ইউনিয়ন বগুড়া জেলার ছাত্র সমাবেশ অনুষ্ঠিত। ঢাকার কেরানীগঞ্জ এলাকা থেকে তিন লাখ জাল টাকা এবং জাল টাকা তৈরির বিপুল পরিমাণ সরঞ্জামাদিসহ দুই জনকে গ্রেফতার করেছে র‌্যাব-১০। রাজশাহীর চারঘাট থানা পুলিশ কর্তৃক ৮১০ বোতল ফেন্সিডিল উদ্ধার। আন্তর্জাতিক সর্প দংশন সচেতনতা দিবস’ উপলক্ষে সেমিনার ও আলোচনা সভা অনুষ্ঠিত কাহালুতে ৩শ’ পিস টেপেন্টাডল ট্যাবলেট সহ স্বামী স্ত্রীকে গ্রেফতার। আল্লাহর এই জমিনে অচিরেই ইসলাম কায়েম হবে ইনশাআল্লাহ –অধ্যক্ষ মাওঃ তায়েব আলী সোনাতলায় বালুয়া ইউনিয়ন বিএনপির দলীয় কার্যালয় উদ্বোধন। উপজেলা ছাত্রদলের বিরুদ্ধে দুধকুমার নদীর তীর রক্ষা বাঁধের কাজে বাঁধা দেওয়ার অভিযোগ। নিউ হোপ এ্যানিমেল নিউট্রিশন কোম্পানীর পক্ষ হতে বন্যায় ক্ষতিগ্রস্ত খামারীদের জন্য গো- খাদ্য প্রেরণ। বগুড়ার শাজাহানপুরে জমি নিয়ে বিরোধে দুপক্ষের সংঘর্ষ, আহত ৫।

বাড়িতে যৌনকর্মী রেখে অসামাজিক কার্যকলাপ, শ্রমিকলীগ নেতা সহ গ্রেফতার ৫।

নিউজ ডেস্ক: লক্ষীপুরের কমলনগরের উপজেলার হাজিরহাট ইউনিয়নের শ্রমিকলীগের আহ্বায়ক মনির উদ্দিন মহিন সহ ৫ জন কে গ্রেপ্তার করছে পুলিশ। মনির উদ্দিন মহিন চরজাঙ্গালিয়া গ্রামের মৃত মোহাম্মদ খোকনের ছেলে। সোমবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে তাদের লক্ষ্মীপুর আদালতের মাধ্যমে জেলা কারাগার পাঠানো হয়েছে।

গ্রেপ্তারকৃত অন্যরা হলেন- চরজাঙ্গালিয়া গ্রামের মৃত আবু তাহেরের ছেলে মো. জামাল, চাঁদপুর সদর উপজেলার গুণরাজদী গ্রামের ইয়াছিন খানের মেয়ে সোনিয়া মানহা, মাগুরা জেলার শালিখা থানার পাচকাহুনিয়া গ্রামের সবুর মোল্লার মেয়ে সাথী খাতুন ও নারায়ণগঞ্জের ফতুল্লা থানার ওয়াবদাকুল এলাকার মৃত শফিকের মেয়ে বৃষ্টি।

মামলার এজাহার সূত্রে জানাযায়, শ্রমিক লীগ নেতা মনির তার বাড়িতে নারী রেখে অসামাজিক কার্যকলাপ (পতিতাবৃত্তি) করিয়ে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রোববার রাতে কমলনগর থানার উপ-পরিদর্শক (এসআই) সুমন কবির মৃধা ফোর্স নিয়ে ওই বাড়িতে অভিযান চালান। এসময় মনিরকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করলে ঘটনার সত্যতা স্বীকার করেন তিনি। পরে তার ঘরের দরজা খুলে নারী পুলিশের সহযোগীতায় অন্য আসামিদের গ্রেপ্তার করা হয় এবং তাদের থানায় নিয়ে আসা হয়। আজ সোমবার সকালে এসআই সুমন কবির মৃধা বাদী হয়ে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মামলা করেন।

জেলা শ্রমিক লীগ সভাপতি ইউসুফ পাটোয়ারী বলেন, আমরা ঘটনাটি তদন্ত করে দেখবো। যদি দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ প্রমাণিত হয়, তাহলে আমরা তার (মনির উদ্দিন মহিন) বিরুদ্ধে সংগঠনিক ব্যবস্থা নেব।

মামলার তদন্তকারী কর্মকর্তা ও কমলনগর থানার উপ-পরিদর্শক কেশব চন্দ্র চৌধুরী বলেন, গ্রেপ্তারকৃতদের মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। তাদেরকে লক্ষ্মীপুর আদালতে সোপর্দ করা হয়েছে। আদালত গ্রেপ্তারকৃতদের জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © DailyAloPratidin.com