September 19, 2024, 4:54 pm

নোটিশ:
সংবাদদাতা আবশ্যক
সংবাদ শিরোনাম:
উপজেলা ছাত্রদলের বিরুদ্ধে দুধকুমার নদীর তীর রক্ষা বাঁধের কাজে বাঁধা দেওয়ার অভিযোগ। নিউ হোপ এ্যানিমেল নিউট্রিশন কোম্পানীর পক্ষ হতে বন্যায় ক্ষতিগ্রস্ত খামারীদের জন্য গো- খাদ্য প্রেরণ। বগুড়ার শাজাহানপুরে জমি নিয়ে বিরোধে দুপক্ষের সংঘর্ষ, আহত ৫। ঘোড়াঘাটে জামায়াতে ইসলামীর কর্মী-সুধী সমাবেশ অনুষ্ঠিত। কাহালুর মাঝপাড়া জাগ্রত মানবসেবা সংস্থার উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচীর উদ্বোধন। তালোড়ার ডাঃ শফিউল করিমের প্রাণ নাশের চেষ্টা থানায় জিডি। কাহালুর এরুইল বাজার ইসলামী ব্যাংক এজিন্ট শাখার গ্রাহক সমাবেশ ও মতবিনিময় সভা। বগুড়ার কাহালুতে নকল সোনা মূর্তি সহ ২ জন গ্রেফতার। কাহালুর ইউএনও’র স্বেচ্ছাচারিতায় বিতর্কিত কর্মকান্ডের স্বচ্ছতা নিয়ে সচেতন মহলে নানা প্রশ্ন বগুড়ায় হক্বের দাওয়াত সিদ্দীক্বিয়া দরবার ও সুন্নতী জামে মসজিদের উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত।

৬৯ বোতল ফেন্সিডিলসহ ০৫ জন আসামী গ্রেফতার করেছে র‌্যাব-১২, সিপিএসসি, বগুড়া।

প্রেস রিলিজ: র‌্যাব-১২, সিপিএসসি, বগুড়া ক্যাম্প গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, বগুড়া সদর থানাধীন বগুড়া পৌরসভাস্থ ৪নং ওয়ার্ড এর অন্তর্গত চকসূত্রাপুর (চামড়াগুদাম) পাড়াস্থ মেরিনা পোল্ট্রি এ্যান্ড ডেইরী ফার্ম এর উত্তর পাশে ফাঁকা জায়গায় কয়েকজন ব্যক্তি মাদকদ্রব্য ফেন্সিডিল ক্রয় বিক্রয়ের জন্য অবস্থান করিতেছে। এই গোপন সংবাদের ভিত্তিতে ১৯/০২/২৪ তারিখ ১৫.৩০ ঘটিকায় ও ২০.০০ ঘটিকার সময় র‌্যাব-১২, সিপিএসসি বগুড়ার একটি আভিযানিক দল বগুড়া পৌরসভাস্থ ৪নং ওয়ার্ড এর অন্তর্গত চকসূত্রাপুর (চামড়াগুদাম) পাড়াস্থ মেরিনা পোল্ট্রি এ্যান্ড ডেইরী ফার্ম এর উত্তর পাশে ফাঁকা জায়গায় অভিযান পরিচালনা করে আসামী ১। মোঃ রাহাত হোসেন (৪২), পিতা- মৃত হাফিজার রহমান, সাং- কামারগাড়ী, থানা ও জেলা- বগুড়া ২। মোঃ বিপ্লব মিয়া (২৭), পিতা- মোঃ সাজু মিয়া, সাং- সুখানপুকুর, থানা- গাবতলী, জেলা- বগুড়া, ৩। মোঃ রঞ্জু মিয়া (৩৬), পিতা- মৃত জবেদ আলী প্রামানিক, সাং- সুখানপুকুর, থানা- গাবতলী, জেলা- বগুড়া, ৪। মোঃ নুর আমিন (৩৪), পিতা- মৃত আবু বক্কর, সাং- পূর্ব পালশা, থানা ও জেলা- বগুড়া, ৫। মোঃ সালাউদ্দিন (২৮), পিতা- মৃত শহিদুল, সাং- ধাপ কালতলা, থানা- সারিয়াকান্দি, জেলা- বগুড়াগণকে ৬৯ বোতল ফেন্সিডিল, ০৬ টি মোবাইল, ০৬ টি সীম ও নগদ ১৪৫৮৫/- টাকাসহ গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীগণের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য সদর থানা, বগুড়ায় সোপর্দ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © DailyAloPratidin.com