September 22, 2024, 1:30 pm

নোটিশ:
সংবাদদাতা আবশ্যক
সংবাদ শিরোনাম:
ঘোড়াঘাটে আন্তঃজেলা দলের কুখ্যাত ৪ ডাকাত গ্রেপ্তার। নওগাঁয় শিয়াল, কুকুর ও বিড়ালের কামড়ে আতঙ্কে এলাকাবাসী। কক্সবাজার সদর উপজেলার চৌফলডন্ডি ইউনিয়ন থেকে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র উদ্ধার। শিক্ষা দিবসে ছাত্র ইউনিয়ন বগুড়া জেলার ছাত্র সমাবেশ অনুষ্ঠিত। ঢাকার কেরানীগঞ্জ এলাকা থেকে তিন লাখ জাল টাকা এবং জাল টাকা তৈরির বিপুল পরিমাণ সরঞ্জামাদিসহ দুই জনকে গ্রেফতার করেছে র‌্যাব-১০। রাজশাহীর চারঘাট থানা পুলিশ কর্তৃক ৮১০ বোতল ফেন্সিডিল উদ্ধার। আন্তর্জাতিক সর্প দংশন সচেতনতা দিবস’ উপলক্ষে সেমিনার ও আলোচনা সভা অনুষ্ঠিত কাহালুতে ৩শ’ পিস টেপেন্টাডল ট্যাবলেট সহ স্বামী স্ত্রীকে গ্রেফতার। আল্লাহর এই জমিনে অচিরেই ইসলাম কায়েম হবে ইনশাআল্লাহ –অধ্যক্ষ মাওঃ তায়েব আলী সোনাতলায় বালুয়া ইউনিয়ন বিএনপির দলীয় কার্যালয় উদ্বোধন।

র‌্যাব-১২, সিপিএসসি, বগুড়া এর অভিযানে বৈদ্যুতিক মিটার চুরি চক্রের মূলহোতাসহ ০৩ জন সক্রিয় সদস্য গ্রেফতার।

প্রেস রিলিজ: গত ১৬ ফেব্রুয়ারী, ২০২৪ ইং তারিখ সকাল অনুমান ১০.৪০ ঘটিকায় র‌্যাব-১২, সিপিএসসি, বগুড়ার স্কোয়াড কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ সোহেল রানা, এর নেতৃতে বগুড়া জেলার দুপচাঁচিয়া থানাধীন পৌরসভা সিও মোড়স্থ রিপন হোটেলের সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে অভিযানের মাধ্যমে বৈদ্যুতিক মিটার চোর চক্রের সক্রিয় সদস্যদের মূলহোতা ধৃত আসামী ১। মোঃ সজীব হোসেন (১৯), পিতা-মোঃ এনামুল হক, আলতাফনগর, ২। মোঃ শাহাদাত আলী (১৯), পিতা-মোঃ শফি, সাং-আলতাফ (নগর বাজার), ৩। মোঃ মাসুম বিল্লাহ (২৫), পিতা-মোঃ সামসুদ্দিন, সাং-খিয়ানী মধ্যপাড়া, সর্বথানা-দুপচাঁচিয়া, জেলা-বগুড়াদের’কে গ্রেফতারকালে বৈদ্যুতিক মিটার চোর চক্রের সক্রিয় সদস্যদের নিকটে থাকা ০৩টি চোরাই বৈদ্যুতিক মিটার ও সরঞ্জামাদি, বৈদ্যুতিক তার ০২ কেজি, ০১টি বৈদ্যুতিক তার কাটার মেশিন, ১০টি মোবাইল ফোন, ১০টি সীমকাডসহ গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীদেরকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য দুপচাঁচিয়া থানা, বগুড়ায় সোপর্দ করা হয় এবং ধৃত আসামীদের বিরুদ্ধে দুপচাঁচিয়া থানা, বগুড়ায় মামলা প্রক্রিয়াধীন আছে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © DailyAloPratidin.com