September 19, 2024, 5:03 pm

নোটিশ:
সংবাদদাতা আবশ্যক
সংবাদ শিরোনাম:
উপজেলা ছাত্রদলের বিরুদ্ধে দুধকুমার নদীর তীর রক্ষা বাঁধের কাজে বাঁধা দেওয়ার অভিযোগ। নিউ হোপ এ্যানিমেল নিউট্রিশন কোম্পানীর পক্ষ হতে বন্যায় ক্ষতিগ্রস্ত খামারীদের জন্য গো- খাদ্য প্রেরণ। বগুড়ার শাজাহানপুরে জমি নিয়ে বিরোধে দুপক্ষের সংঘর্ষ, আহত ৫। ঘোড়াঘাটে জামায়াতে ইসলামীর কর্মী-সুধী সমাবেশ অনুষ্ঠিত। কাহালুর মাঝপাড়া জাগ্রত মানবসেবা সংস্থার উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচীর উদ্বোধন। তালোড়ার ডাঃ শফিউল করিমের প্রাণ নাশের চেষ্টা থানায় জিডি। কাহালুর এরুইল বাজার ইসলামী ব্যাংক এজিন্ট শাখার গ্রাহক সমাবেশ ও মতবিনিময় সভা। বগুড়ার কাহালুতে নকল সোনা মূর্তি সহ ২ জন গ্রেফতার। কাহালুর ইউএনও’র স্বেচ্ছাচারিতায় বিতর্কিত কর্মকান্ডের স্বচ্ছতা নিয়ে সচেতন মহলে নানা প্রশ্ন বগুড়ায় হক্বের দাওয়াত সিদ্দীক্বিয়া দরবার ও সুন্নতী জামে মসজিদের উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত।

র‌্যাব-১২, এর যৌথ অভিযানে সাভার থেকে বগুড়া আদমদীঘির হত্যা মামলার প্রধান আসামী গ্রেফতার।

প্রেস রিলিজ: বগুড়া জেলার আদমদীঘি থানাধীন খাড়িয়া নিশিন্দারা গ্রামের মোছাঃ মর্জিনা বেগম (৫২), স্বামী-মৃত রশিদ, সাং-খাড়িয়া নিশিন্দারা, থানা-কাহালু, জেলা-বগুড়া এই মর্মে আদমদীঘি থানায় অভিযোগ করেন যে, তার মেয়ে রাজিয়া সুলতানা(৪০)’র সাথে প্রায় ২০বছর পূর্বে ইসলামী শরিয়ত মোতাবেক মোঃ শহিদুল ইসলামের বিয়ে হয়। শহিদুল ইসলামের মৃত্যুর পর ভিকটিম রাজিয়া সুলতানার সাথে মোঃ আঃ রশিদ (৫৫), পিতা-বদিউজ্জামান, সাং-শ্রীকান্দর(গুচ্ছগ্রাম), থানা-গোমস্তপুর, জেলা-চাঁপাইনবাবগঞ্জ এর ৩/৪ বছর পূর্বে ইসলামী শরিয়ত মোতাবেক বিয়ে হয়। তারা বিবাহের পর থেকে ভাড়া বাসাতেই নাতনী মোছাঃ শ্রাবন্তী(২০) সহ বসবাস করতো। বিবাদী আঃ রশিদ ব্যবসায়িক কাজে ঢাকায় থাকতো এবং ১৫/২০ দিন পর পর চা বাগানে ভাড়া বাসায় এসে ভিকটিম রাজিয়া সুলতানার সাথে বসবাস করতো। গত ২৭/০১/২০২৪ তারিখ ভিকটিম তার স্বামী আঃ রশিদসহ ঢাকায় যায় এবং ০৪/০২/২০২৪ তারিখে ঢাকা থেকে সান্তাহারে ভাড়া বাসায় আসে। ঢাকা থেকে আসার পর হতে তাদের মধ্যে পারিবারিক বিষয়াদি নিয়ে ঝগড়া-বিবাদ হত। গত ০৯/০২/২০২৪ তারিখ বিকাল অনুমান ০৫.০০ ঘটিকায় সান্তাহার চা বাগানে জনৈক মোঃ আইয়ুব আলী এর ‘মনোয়ারা ভিলা’ নামক ভাড়া বাসার ভিতর আঃ রশিদ ধারালো বটি দিয়ে ভিকটিম রাজিয়া সুলতানার শরীরের বিভিন্ন স্থানে এলোপাথারি কোপ মেরে গুরুতর রক্তাক্ত জখম করে পালিয়ে যায়। ভিকটিমকে রক্তাক্ত জখম অবস্থায় নওগাঁ সদর হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার উন্নত চিকিৎসার জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল, বগুড়ায় রেফার করেন। পরবর্তীতে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে (শমিজেক) আশংকাজনক অবস্থায় ভিকটিমকে ভর্তি করানো হলে চিকিৎসাধীন থাকা অবস্থায় গত ১০/০২/২০২৪ তারিখ সকাল অনুমান ০৭.৪৫ ঘটিকায় ভিকটিম মৃত্যুবরণ করে। ভিকটিমের মার করা দাখিলকৃত অভিযোগের প্রেক্ষিতে আদমদীঘি থানার মামলা নং-১১, তারিখ-১২/০২/২০২৪ খ্রি. ধারা-৩০২ পেনাল কোড-১৮৬০ রুজু হয়। এ ধরনের নৃশংস হত্যার ঘটনাটি বগুড়া জেলাসহ সারা দেশে চাঞ্চল্যের সৃষ্টি করে এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় আলোড়ন তৈরি করে। আসামীকে দ্রুত গ্রেফতার করতে র‌্যাব-১২, সিপিএসসি, বগুড়া ক্যাম্প গোয়েন্দা তৎপরতা শুরু করে। এরই ধারাবাহিকতায় গত ১৩ ফেব্রুয়ারী, ২০২৪ ইং তারিখ বিকাল অনুমান ১৫.২০ ঘটিকায় র‌্যাব-১২, সিপিএসসি বগুড়া ও র‌্যাব-৪, সিপিসি-২, নবীনগর, সাভার, ঢাকা এর যৌথ অভিযানে গাজীপুর জেলার সদর থানাধীন সালনা বাজার এর কাঁথারা এলাকা হতে পলাতক আসামী মোঃ আঃ রশিদ (৫৫), পিতা- মোঃ বদিউজ্জামান, সাং-শ্রীকান্দর(গুচ্ছগ্রাম), থানা-গোমস্তাপুর, জেলা-চাঁপাইনবাবগঞ্জ’কে গ্রেফতার করা হয়। ধৃত আঃ রশিদ’কে জিজ্ঞাসাবাদে জানায় যে, রাজিয়া তার দ্বিতীয় স্ত্রী। তার ১ম স্ত্রী তাকে পরিত্যাগ করে ১২ বছর পূর্বে সৌদিআরব চলে গেছে। গত ০৩ বছর পূর্বে সে রাজিয়াকে বিয়ে করে। রাজিয়ার যে আগের পক্ষের সন্তান আছে তা সে ভাল করে জানত না। ঘটনার দিন ভাড়া বাসায় পৌছে সে দেখে তার স্ত্রী নিজে, স্ত্রীর মেয়ে ও মেয়ে জামাই নেশা করছে। এ দৃশ্য দেখে সে ক্ষিপ্ত হয় ও প্রতিবাদ করে। এতে তার স্ত্রীর মেয়েও তার প্রতি ক্ষিপ্ত হয়ে তাকে খুবই খারাপ ভাষায় গালাগালি করে। তখন সে পাশে থাকা বটি দিয়ে মেয়েকে মারতে গেলে মেয়ের মা অর্থাৎ স্ত্রী রাজিয়া মেয়েকে দায়ের কোপ থেকে বাঁচাতে গিয়ে নিজে দা’য়ের কোপ খায়। আঃ রশিদ তখন পালিয়ে একরাত বগুড়া রেলস্টেশনে থেকে জয়দেবপুর চলে যায়। গ্রেফতারকৃত আসামীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আদমদীঘি থানা, বগুড়ায় সোপর্দ করা প্রক্রিয়াধীন আছে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © DailyAloPratidin.com