September 19, 2024, 4:51 pm

নোটিশ:
সংবাদদাতা আবশ্যক
সংবাদ শিরোনাম:
উপজেলা ছাত্রদলের বিরুদ্ধে দুধকুমার নদীর তীর রক্ষা বাঁধের কাজে বাঁধা দেওয়ার অভিযোগ। নিউ হোপ এ্যানিমেল নিউট্রিশন কোম্পানীর পক্ষ হতে বন্যায় ক্ষতিগ্রস্ত খামারীদের জন্য গো- খাদ্য প্রেরণ। বগুড়ার শাজাহানপুরে জমি নিয়ে বিরোধে দুপক্ষের সংঘর্ষ, আহত ৫। ঘোড়াঘাটে জামায়াতে ইসলামীর কর্মী-সুধী সমাবেশ অনুষ্ঠিত। কাহালুর মাঝপাড়া জাগ্রত মানবসেবা সংস্থার উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচীর উদ্বোধন। তালোড়ার ডাঃ শফিউল করিমের প্রাণ নাশের চেষ্টা থানায় জিডি। কাহালুর এরুইল বাজার ইসলামী ব্যাংক এজিন্ট শাখার গ্রাহক সমাবেশ ও মতবিনিময় সভা। বগুড়ার কাহালুতে নকল সোনা মূর্তি সহ ২ জন গ্রেফতার। কাহালুর ইউএনও’র স্বেচ্ছাচারিতায় বিতর্কিত কর্মকান্ডের স্বচ্ছতা নিয়ে সচেতন মহলে নানা প্রশ্ন বগুড়ায় হক্বের দাওয়াত সিদ্দীক্বিয়া দরবার ও সুন্নতী জামে মসজিদের উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত।

অপহরণ, প্রতারনা, চাঁদাদাবী ও পর্নোগ্রাফি মামলার ০১জন আসামী গ্রেফতার করেছে র‌্যাব-১২, সিপিএসসি, বগুড়া।

প্রেস রিলিজ : বগুড়া জেলার শেরপুর থানাধীন মহিপুর নতুনপাড়াস্থ গ্রামের মোঃ আশিক মিয়া (২৮), পিতা-মোঃ আকালু মিয়া শাজাহানপুর থানায় উপস্থিত হয়ে ১২/১৩ জন দুুষ্কৃতিকারীর বিরুদ্ধে এই মর্মে একটি অভিযোগ দায়ের করেন যে, তিনি পেশায় একজন ধান ও চাল ব্যবসায়ী। তিনি বগুড়া জেলাসহ বিভিন্ন জেলা ও থানা এলাকা হতে ধান পাইকারী ক্রয় করে ধান প্রক্রিয়াজাত পূর্বক চাউল তৈরী করে সেই চাউল পাইকারী ও খুচরা ভাবে বিক্রয় করেন। গত ০৫ ফেব্রুয়ারী, ২০২৪ ইং তারিখ দুপুর অনুমান ০১.০০ ঘটিকায় একজন মহিলা তার ব্যবহৃত মোবাইল ফোন হতে ভিকটিমের মোবাইলে ফোন দিয়ে ধান বিক্রয় করবে বলে জানায়। ভিকটিম সরল বিশ্বাসে তাদের কথা মত সরেজমিনে দেখে ধান ক্রয় করার জন্য বি-ব্লক বাজারে আসেন। দুষ্কৃতিকারীরা ভিকটিমকে পূর্বপরিকল্পনা মতে সিএনজি যোগে শাজাহানপুর থানাধীন জয়ন্তীবাড়ী গ্রামস্থ মোঃ শাওন পারভেজ (২৮), পিতা-মোঃ ফিরোজ আহমেদ এর বসতবাড়ীতে নিয়ে যায়। পরবর্তীতে দুষ্কৃতিকারীরা ভিকটিমের পকেটে থাকা ৫,৫০০/-(পাঁচ হাজার পাঁচশত) টাকা জোরপূর্বক নিয়ে নেয়। ভিকটিমকে ঘরের ভিতর আটকে উলঙ্গ করে জনৈকা নারীর সাথে খাটের উপর বসে দুই হাত ধরাধরি করে বসে থাকতে বাধ্য করে এবং অশ্লীল ভিডিও ও স্থির চিত্র ধারণ করে। পরবর্তীতে অপহরণকারীরা ভিকটিমের নগ্ন ভিডিও সোস্যাল মিডিয়া ও ইন্টারনেটে ছেড়ে দেওয়ার হুমকি দেয় এবং ভিকটিমের নিকট ৫,০০,০০০/-(পাঁচ লক্ষ) টাকা চাঁদাদাবী করে। ভিকটিম জীবন রক্ষার্থে দুষ্কৃতিকারীদেরকে নগদ ১,৩৮,০০০/-(এক লক্ষ আটত্রিশ হাজার) টাকা দেওয়ার ব্যবস্থা করে। পরবর্তীতে ০৪টি ফাঁকা স্ট্যাম্পে জোরপূর্বক স্বাক্ষর নিয়ে ভয়ভীতি দেখিয়ে ও মামলা না করার হুমকি দিয়ে তারা ভিকটিমকে ছেড়ে দেয়। ভিকটিমের উক্ত অভিযোগের প্রেক্ষিতে বগুড়া জেলার শাজাহানপুর থানার মামলা নং-১৩, তাং-১২/০২/২০২৪ খ্রিঃ ধারা: ২০১২ সালের পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন ৮(১)/৮(২)/৮(৩) তৎসহ ১৪৩/৩৪২/৩২৩/৩৬৪(এ)/৪২০/৫০৬/৩৪ পেনাল কোড রুজু হয়। ঘটনার পর থেকেই র‌্যাব আসামীদের আইনের আওতায় নিয়ে আসতে ছায়া তদন্ত ও গোয়েন্দা নজরদারী শুরু করে। এরই ফলশ্রুতিতে গত ১২ ফেব্রুয়ারী, ২০২৪ ইং তারিখ ২৩.০৫ ঘটিকায় র‌্যাব-১২, সিপিএসসি, বগুড়া এর চৌকস আভিযানিক দল বগুড়া জেলার শেরপুর থানাধীন পারভবানীপুর এলাকায় অভিযান পরিচালনা করে সূত্রে বর্ণিত মামলার এজাহারনামীয় ২নং আসামী মোঃ শাওন পারভেজ (২৮), পিতা- মোঃ ফিরোজ আহমেদ, সাং-জয়ন্তীবাড়ী, থানা-শাজাহানপুর, জেলা-বগুড়া‘কে গ্রেফতার করে। গ্রেফতারকৃত শাওন জিজ্ঞাসাবাদে জানায়, টাকার ভাগ দেওয়ার প্রলোভন দেখিয়ে তার বাসাতেই ভিকটিম, জনৈকা নারী ও অন্যান্য দুষ্কৃতিকারীরা ভিকটিমের সাথে জনৈকা নারীর কিছু ছবি ও ভিডিও মোবাইলে ধারণ করেছিল। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বগুড়া জেলার শাজাহানপুর থানায় সোপর্দ করা হয়।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © DailyAloPratidin.com