September 22, 2024, 3:21 pm

নোটিশ:
সংবাদদাতা আবশ্যক
সংবাদ শিরোনাম:
ঘোড়াঘাটে আন্তঃজেলা দলের কুখ্যাত ৪ ডাকাত গ্রেপ্তার। নওগাঁয় শিয়াল, কুকুর ও বিড়ালের কামড়ে আতঙ্কে এলাকাবাসী। কক্সবাজার সদর উপজেলার চৌফলডন্ডি ইউনিয়ন থেকে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র উদ্ধার। শিক্ষা দিবসে ছাত্র ইউনিয়ন বগুড়া জেলার ছাত্র সমাবেশ অনুষ্ঠিত। ঢাকার কেরানীগঞ্জ এলাকা থেকে তিন লাখ জাল টাকা এবং জাল টাকা তৈরির বিপুল পরিমাণ সরঞ্জামাদিসহ দুই জনকে গ্রেফতার করেছে র‌্যাব-১০। রাজশাহীর চারঘাট থানা পুলিশ কর্তৃক ৮১০ বোতল ফেন্সিডিল উদ্ধার। আন্তর্জাতিক সর্প দংশন সচেতনতা দিবস’ উপলক্ষে সেমিনার ও আলোচনা সভা অনুষ্ঠিত কাহালুতে ৩শ’ পিস টেপেন্টাডল ট্যাবলেট সহ স্বামী স্ত্রীকে গ্রেফতার। আল্লাহর এই জমিনে অচিরেই ইসলাম কায়েম হবে ইনশাআল্লাহ –অধ্যক্ষ মাওঃ তায়েব আলী সোনাতলায় বালুয়া ইউনিয়ন বিএনপির দলীয় কার্যালয় উদ্বোধন।

র‌্যাব-১২, সিপিএসসি, বগুড়া এর অভিযানে বৈদ্যুতিক মিটার চুরি চক্রের ০৩ জন সক্রিয় সদস্য গ্রেফতার।

প্রেস রিলিজ: গত ০৩ ফেব্রুয়ারি ২০২৪ ইং তারিখ বগুড়া জেলার শিবগঞ্জ থানাধীন সিদ্ধিপুর এলাকায় মোঃ আব্দুল মান্নান মন্ডল (৫২) এর গভীর নলকূপের সাথে থাকা বৈদ্যুতিক মিটার অজ্ঞাতনামা ব্যক্তিরা চুরি করে নিয়ে যায়। পরবর্তীতে ভিকটিম বাদি হয়ে শিবগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেন যার প্রেক্ষিতে অজ্ঞাতনামাদের আসামী করে মামলা নং-১৬, তারিখ ০৯/০২/২৪ ধারা-৩৭৯ দঃবিঃ রুজু হয়। ভুক্তভোগীদের এরকম অভিযোগ নিয়ে বিভিন্ন সময়ে ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়াতে অনেক প্রতিবেদনও প্রকাশিত হয়। এরই প্রেক্ষিতে, র‌্যাব-১২, সিপিএসসি বগুড়ার আভিযানিক দল তথ্য প্রযুক্তির সহযোগিতায় অদ্য ০৯ ফেব্রæয়ারি ২০২৪ ইং তারিখ ০০.১০ ঘটিকায় বগুড়া জেলার সদর থানাধীন সাতমাথা এলাকায় অভিযান পরিচালনা আসামী ১। মোঃ আনোয়ার হোসেন (২০), পিতাঃ মোঃ শুকুর উদ্দিন, সাং বিশ্বনাথপুর, থানাঃ শিবগঞ্জ জেলাঃ বগুড়া, ২। মোঃ রাজু সরদার (২৮), পিতাঃ শাহজাহান সরদার, সাংঃ সোনাকুড়া, থানাঃ শিবগঞ্জ, জেলাঃ বগুড়া, ৩। মোঃ শাকিল আহমেদ (২৩), পিতাঃ মোঃ আঃ আলীম, সাংঃ জামুরহাট, থানাঃ শিবগঞ্জ, জেলাঃ বগুড়াগণকে গ্রেফতার করে। উল্লেখ্য যে, ধৃত আসামীগণ দীর্ঘদিন যাবত বৈদ্যুতিক মিটার চুরি করে চিরকুটে বিকাশ নাম্বার লিখে রেখে অথবা ফোন করেও বিকাশ নাম্বার দিয়ে টাকা দাবি করতো। পরবর্তীতে দাবিকৃত টাকা পেলে বৈদ্যুতিক মিটারের অবস্থান ভিকটিমকে বলে দিত। তারা অত্যন্ত চতুর হওয়ায় অপকর্মের কোন প্রমাণ রাখতো না। এমনকি একটি মোবাইল সীম একজন টার্গেটের ক্ষেত্রে ব্যবহার করতো। গ্রেফতারকৃত আসামীগণের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শিবগঞ্জ থানা, বগুড়ায় সোপর্দ করা হবে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © DailyAloPratidin.com