September 20, 2024, 12:57 am

নোটিশ:
সংবাদদাতা আবশ্যক
সংবাদ শিরোনাম:
উপজেলা ছাত্রদলের বিরুদ্ধে দুধকুমার নদীর তীর রক্ষা বাঁধের কাজে বাঁধা দেওয়ার অভিযোগ। নিউ হোপ এ্যানিমেল নিউট্রিশন কোম্পানীর পক্ষ হতে বন্যায় ক্ষতিগ্রস্ত খামারীদের জন্য গো- খাদ্য প্রেরণ। বগুড়ার শাজাহানপুরে জমি নিয়ে বিরোধে দুপক্ষের সংঘর্ষ, আহত ৫। ঘোড়াঘাটে জামায়াতে ইসলামীর কর্মী-সুধী সমাবেশ অনুষ্ঠিত। কাহালুর মাঝপাড়া জাগ্রত মানবসেবা সংস্থার উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচীর উদ্বোধন। তালোড়ার ডাঃ শফিউল করিমের প্রাণ নাশের চেষ্টা থানায় জিডি। কাহালুর এরুইল বাজার ইসলামী ব্যাংক এজিন্ট শাখার গ্রাহক সমাবেশ ও মতবিনিময় সভা। বগুড়ার কাহালুতে নকল সোনা মূর্তি সহ ২ জন গ্রেফতার। কাহালুর ইউএনও’র স্বেচ্ছাচারিতায় বিতর্কিত কর্মকান্ডের স্বচ্ছতা নিয়ে সচেতন মহলে নানা প্রশ্ন বগুড়ায় হক্বের দাওয়াত সিদ্দীক্বিয়া দরবার ও সুন্নতী জামে মসজিদের উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত।

বিরামপুরে আট হাজার শিক্ষার্থী নিয়ে বঙ্গবন্ধুর জন্মদিনে কেক কাটলেন এম,পি শিবলী সাদিক

আব্দুর রউফ সোহেল বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি :
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে বিরামপুর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৮ হাজার শিক্ষার্থীকে সাথে নিয়ে বৃহস্পতিবার (১৭ মার্চ) বঙ্গবন্ধুর জন্ম দিনের কেক কেটেছেন, দিনাজপুর-৬ আসনের এম,পি শিবলী সাদিক।
দিবসের শুরতে সকালে উপজেলা চত্বরে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পমাল্য ও পুষ্পস্তবক অর্পন শেষে এম,পি শিবলী সাদিক উপজেলা পরিষদ মাঠে মুক্তির উৎসব ও সুবর্ণ জয়ন্তি মেলার উদ্বোধন করেন।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে বিরামপুর সরকারি কলেজ মাঠে মুক্তিযোদ্ধা, দলীয় নেতৃবৃন্দ, প্রশাসনিক কর্মকর্তা, সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং সুধিজনদের নিয়ে আড়ম্বর পূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে দিনাজপুর-৬ আসনের এম,পি শিবলী সাদিক বলেন, বঙ্গবন্ধুর জন্ম হয়েছিল বলেই আমরা স্বাধীনতা ও লাল সবুজ পতাকা পেয়েছি। প্রকৃত ইতিহাস জেনে, বুঝে এবং আঁকড়ে ধরে যেন সবাই চলতে পারি এই হোক আজকের দিনের শপথ।
এতে গান, কবিতা, নৃত্য ও উপস্থিত বক্তৃতাসহ সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়। পুরষ্কার বিতরণ করেন, দিনাজপুর-৬ আসনের এম,পি শিবলী সাদিক, উপজেলা চেয়ারম্যান খায়রুল আলম রাজু, পৌর মেয়র অধ্যক্ষ আককাস আলী, উপজেলা নির্বাহী অফিসার পরিমল কুমার সরকার, উপজেলা ভাইস চেয়ারম্যান উম্মে কুলসুম বানু ও মেজবাউল ইসলাম, সিনিয়র সহকারী পুলিশ সুপার ওহিদুন্নবী, থানার ওসি সুমন কুমার মহন্ত, মুক্তিযোদ্ধা, শিক্ষক ও দলীয় নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © DailyAloPratidin.com