September 16, 2024, 8:13 pm

নোটিশ:
সংবাদদাতা আবশ্যক
সংবাদ শিরোনাম:
বগুড়ায় হক্বের দাওয়াত সিদ্দীক্বিয়া দরবার ও সুন্নতী জামে মসজিদের উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত। নওগাঁয় র‍্যাবের অভিযানে বিপুল পরিমাণ অবৈধ বিস্ফোরক আটক। স্ত্রীর দাবী নিয়ে শিবগঞ্জের নলডুবি প্রবাস ফেরৎ যুবকের বাড়ীতে মহিলার অবস্থান। কাহালুতে বিএনপি’র উদ্যোগে প্রতিষ্ঠান প্রধান ব্যবসায়ী ও হিন্দু সম্প্রদায়ে নেতৃবৃন্দর মতবিনিময়। শেখ হাসিনাকে দেশে এনে বিচারের মূখোমূখী করতে হবে মাওঃ আব্দুল হক আজাদ। ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রধান সহকারীর বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ। পোশাক কারখানায় অস্থিতিশীলতা সৃষ্টির উসকানিদাতা ছাত্রলীগ নেতা গ্রেফতার। ঘোড়াঘাটে আদিবাসী শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও বাইসাইকেল বিতরণ। কন্যা সন্তানের মা হলেন দীপিকা পাডুকোন। বগুড়ার কাহালু উপজেলা প্রধান শিক্ষক ও ব্যবসায়ীকসহ হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর দেশে ব্যাপক উন্নয়ন হয়েছে -মজিবর রহমান মজনু

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি:
আওয়ামী লীগ রাষ্ট্রীয় ক্ষমতায় আসার পর বিদ্যুৎ, শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ সহ প্রতিটি ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন হয়েছে। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাঙ্গালী জাতি ক্ষুধামুক্ত দেশ পেয়েছে। তৃণমূল পর্যায়ে আওয়ামীলীগ ও সহযোগি সংগঠনকে গতিশীল করে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার মাধ্যমে বাংলাদেশ উন্নত রাষ্ট্রে পরিণত হবে।সোমবার বিকেলে বগুড়ার শাজাহানপুরের সরকারি কমরউদ্দিন ইসলামিয়া কলেজ মাঠে আমরুল ইউনিয়ন আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে বগুড়া জেলা আওয়ামীলীগ সভাপতি আলহাজ্ব মজিবর রহমান মজনু উপরোক্ত কথা গুলো বলেন।আমরুল ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি রবিউল ইসলাম টমেটোর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ছানাউল হকের সঞ্চালনায় সম্মেলনে প্রধান বক্তার বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি টি. জামান নিকেতা, যুগ্ম-সাধারণ সম্পাদক আসাদুর রহমান দুলু, সদস্য প্রভাষক সোহরাব হোসেন ছান্নু, আব্দুল্লাহ্ আল ফারুক, আলমগীর হোসেন স্বপন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক তালেবুল ইসলাম। সম্মেলনের উদ্বোধন করেন উপজেলা আওয়ামীগ সভাপতি (ভারপ্রাপ্ত) আব্দুল খালেক মাস্টার। অন্যান্যের মধ্যে অংশ নেন প্রভাষক জহুরুল ইসলাম, মতিউর রহমান সরকার শিশু, জাহিদুল হক আরজু, ফরিদুল ইসলাম মুক্তা, হেফজাত আরা মিরা, নাছির উদ্দিন বাবলু, মিনহাজ উদ্দিন, ফজলুল হক মোল্লা, আবুল কালাম আজাদ বাচ্চু, মোস্তফা কামাল মনা, মনির হোসেন ময়না, ইয়াছিন আলী, লতিফুল বারী দুলু, নেছার উদ্দিন, আব্দুল গাফ্ফার, ইমরান হোসেন, আরিফুল আলম শাওন, বাদশা আলমগীর, আসাদুজ্জামান লিটন, রাকিবুল ইসলাম রঞ্জু, হোসেন শরীফ মনির প্রমুখ।

উপজেলা আওয়ামীলীগ সভাপতি (ভারপ্রাপ্ত) আব্দুল খালেক মাস্টারের সভাপতিত্বে সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে ছানাউল হক ছানা কে আমরুল ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি এবং মোমিনুল হক মুক্তা কে সাধারণ সম্পাদক ঘোষনা করা হয়।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © DailyAloPratidin.com