September 20, 2024, 9:21 am

নোটিশ:
সংবাদদাতা আবশ্যক
সংবাদ শিরোনাম:
উপজেলা ছাত্রদলের বিরুদ্ধে দুধকুমার নদীর তীর রক্ষা বাঁধের কাজে বাঁধা দেওয়ার অভিযোগ। নিউ হোপ এ্যানিমেল নিউট্রিশন কোম্পানীর পক্ষ হতে বন্যায় ক্ষতিগ্রস্ত খামারীদের জন্য গো- খাদ্য প্রেরণ। বগুড়ার শাজাহানপুরে জমি নিয়ে বিরোধে দুপক্ষের সংঘর্ষ, আহত ৫। ঘোড়াঘাটে জামায়াতে ইসলামীর কর্মী-সুধী সমাবেশ অনুষ্ঠিত। কাহালুর মাঝপাড়া জাগ্রত মানবসেবা সংস্থার উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচীর উদ্বোধন। তালোড়ার ডাঃ শফিউল করিমের প্রাণ নাশের চেষ্টা থানায় জিডি। কাহালুর এরুইল বাজার ইসলামী ব্যাংক এজিন্ট শাখার গ্রাহক সমাবেশ ও মতবিনিময় সভা। বগুড়ার কাহালুতে নকল সোনা মূর্তি সহ ২ জন গ্রেফতার। কাহালুর ইউএনও’র স্বেচ্ছাচারিতায় বিতর্কিত কর্মকান্ডের স্বচ্ছতা নিয়ে সচেতন মহলে নানা প্রশ্ন বগুড়ায় হক্বের দাওয়াত সিদ্দীক্বিয়া দরবার ও সুন্নতী জামে মসজিদের উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত।

দুপচাঁচিয়ায় মুজিব শতবর্ষ ব্যাডমিন্টন টুর্ণামেন্ট এর উদ্বোধন করলেন জেলা প্রশাসক

দুপচাঁচিয়া(বগুড়া) প্রতিনিধিঃ
মুজিব জন্ম শতবর্ষ উপলক্ষে দুপচাঁচিয়া উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাঃ আবু তাহির এর পৃষ্ঠপোষকতায় স্বাস্থ্য বিধি মেনে মার্সেল প্রেজেন্টস মুজিব শতবর্ষ ব্যাডমিন্টন টুর্ণামেন্ট এর উদ্বোধন করা হয়েছে। গত সোমবার সন্ধ্যায় উপজেলা প্রশাসন ক্যাম্পাস মাঠে এ টুর্ণামেন্টের উদ্বোধন করেন প্রধান অতিথি বগুড়া জেলা প্রশাসক মোঃ জিয়াউল হক। এসময় উপস্থিত ছিলেন সম্মনিত অতিথি জেলা প্রশসক সহধর্মিণী ও বগুড়া লেডিস ক্লাবের সভাপতি শামিমা আক্তার। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিষ্ট্রেট সহকারী কমিশনার মোঃ আশরাফুর রহমান, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল হক, উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব আহম্মেদুর রহমান বিপ্লব, দুপচাঁচিয়া পৌর মেয়র জাহাঙ্গীর আলম, সহকারী কমিশনার(ভূমি) আবু সালেহ মোঃ হাসনাত, থানার অফিসার ইনচার্জ হাসান আলী, বীর মুক্তিযোদ্ধা সুজ্জাত আলী, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আমিনুর রহমান, সাধারণ সম্পাদক এমদাদুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক তৌহিদুল হোসেন মহলদার, সাবেক সাংগঠনিক সম্পাদক মহসীন আলী, সাবেক প্রচার সম্পাদক মোমিনুর রহমান তালুকদার পলাশ, আ’লীগ নেতা শাহীদুর রহমান কয়েন, শামীমা আক্তার মুক্তা, এসএম আসলাম, উপজেলা ছাত্রলীগের সভাপতি মনিরুল ইসলাম, সাধারণ সম্পাদক নূর ইসলাম, শ্রমিকলীগ নেতা আশরাফ আলী, নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, সাখাওয়াত হোসেন মল্লিক, আনোয়ার হোসেন, শাহজাহান আলী, ডাঃ ইবনেসিনা মোঃ আবু সাঈদ, মার্সেল এর এরিয়া ম্যানেজার মোস্তফা আজিজুর রহিম, মার্সেল ডিষ্ট্রিবিউটর মেসার্স সেতু ইলেকট্রনিক্স পরিচালক ফেরদাউস আলম প্রমুখ। উদ্বোধনী অনুষ্ঠান পরিচালনা করেন সাবেক ব্যাংকার আজিজুল হক ও খেলার ধারাভাষ্য প্রদান করেন রফিকুল ইসলাম। এ টুর্ণামেন্টে ৩২টি টিম অংশ গ্রহণ করবে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © DailyAloPratidin.com